মেলবোর্নে হামলা: চালকের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ

অস্ট্রেলিয়ার মেলবোর্নে পথচারীদের উপর গাড়ি চালিয়ে দেওয়ায় ঘটনায় আটক চালকের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।

>>রয়টার্স
Published : 23 Dec 2017, 01:32 PM
Updated : 23 Dec 2017, 01:32 PM

বার্তা সংস্থা রয়টার্স জানায়, শনিবার বিকালে চালক সাঈদ নুরিকে ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত করা হয়।

বিচারক তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়ার পাশাপাশি চিকিৎসকের কাছে নেওয়ার আদেশ দিয়েছেন।

বুধবার আবারও তাকে আদালতে তোলা হবে।

গত বৃহস্পতিবার মেলবোর্ন শহরের কেন্দ্রস্থলে ফ্লিনডার্স স্ট্রিটের একটি ব্যস্ত মোড়ে এক ব্যক্তি পথচারীদের উপর গাড়ি তুলে দিলে নয় বিদেশিসহ মোট ১৯ জন আহত হন।

পরে পুলিশ চালক সাঈদকে আটক করে।

আফগানিস্তান বংশোদ্ভূত সাঈদ শরণার্থী প্রকল্পের অধীনে অস্ট্রেলিয়ায় আসেন এবং নাগরিকত্ব পান।

বৃহস্পতিবারের ওই ঘটনার পর পুলিশ প্রাথমিকভাবে একে ‘ইচ্ছাকৃত হামলা’ বলে বর্ণনা করেলেও তাদের ধারণা, এটা জঙ্গি হামলা নয়।

৩২ বছরের সাঈদ এক সময় মানসিকভাবে অসুস্থ ছিলেন। তাকে এখনও ওষুধ সেবন করতে হয় বলেও জানায় পুলিশ।