সৌদি আরবে প্রথমবার কনসার্টে নারী

সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটি (জিইএ)প্রথমবারের মত দেশটিতে নারীদের জন্য কনসার্টের আয়োজন করেছে।

মো. শফি উল্লাহ, সৌদিআরব প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Dec 2017, 03:28 PM
Updated : 3 Dec 2017, 03:28 PM

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ৪৬তম জাতীয় দিবসে বুধবার জেদ্দার হিলটন হেটেলে আয়োজিত ওই কনসার্টে প্রায় দুই হাজার নারী দর্শক ইয়েমেনের জনপ্রিয় গায়িকা বালকিস আহমেদ ফাতহির গান উপভোগ করেন বলে জানায় সৌদি গেজেট।

সৌদির জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হয় কনসার্ট। এরপর সংযুক্ত আরব আমিরাতের জাতীয় সঙ্গীত বাজানো হয়।

দর্শকরা কনসার্ট আয়োজনের জন্য জিইএর প্রশংসাও করেছে।

২০১৬ সালের ৭ মে রাজকীয় ডিক্রি জারি করে জিইএ গঠন করা হয়।

সমাজ সংস্কারের অংশ হিসেবে সৌদি সরকার বিভিন্ন বিনোদন অনুষ্ঠান আয়োজন গুরুত্বের সঙ্গে নিয়েছে।

জিইএ কর্তৃপক্ষ আমেরিকান রেপার নেলি ও আলজেরিয়ার গায়ক সেব খালেদকে আমন্ত্রণ জানানোর ঘোষণাও দিয়েছেন। আগামী ১৪ ডিসেম্বর জেদ্দায় তারা গান গাইবেন।

“সৌদি আরবের ইতিহাসে এই প্রথম আন্তর্জাতিক কোনো তারকা গান গাইতে আসছেন।”