ইরান-সমর্থিত হুতিরা বলছে, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র হামলা চালিয়ে তাদেরকে নিবৃত্ত করতে পারবে না।
Published : 04 Feb 2024, 05:44 PM
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য যৌথভাবে তৃতীয় দফায় ইয়েমেনজুড়ে ১৩ টি স্থানে ৩৬ টি হুতি আস্তানায় হামলা চালানোর পর এর বদলা নেওয়ার হুমকি দিয়েছে ইরান সমর্থিত এই গোষ্ঠীটি।
হুতি গোষ্ঠীর মতে, ব্রিটেন এবং আমেরিকা তাদের আক্রমণ করে দমন করতে সক্ষম হবে না। ফিলিস্তিনের প্রতি তাদের নৈতিক, ধার্মিক, এবং মানবিক সমর্থন অটল থাকবে।
গাজায় ইসরায়েলি আক্রমণের বিরুদ্ধে ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে গত নভেম্বর মাস থেকে ইয়েমেনের ইরান-পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত এই গোষ্ঠী লোহিত সাগরে ইসরায়েলের সাথে যুক্ত বাণিজ্যিক জাহাজগুলিতে আক্রমণ শুরু করে।
ফলে সেই নৌপথ অনিরাপদ হয়ে ওঠে এবং বিশ্ব বাণিজ্যে বিঘ্ন ঘটে। এর ফলে যুক্তরাজ্য ও আমেরিকা ইয়েমেনে হুতি ঘাঁটিগুলিতে পাল্টা আক্রমণ শুরু করে।
আমেরিকার প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন বলেন, লোহিত সাগরে জাহাজগুলিতে হুতি আক্রমণ তাদের জন্য স্পষ্ট বার্তা যে তারা এর পরিণাম ভোগ করবে।
ওয়াশিংটন ও লন্ডনের দাবি, তাদের হামলার উদ্দেশ্য হুতিদের দমন করা এবং তাদের আক্রমণের ক্ষমতা হ্রাস করা। অবশ্য বিবিসি-র এক আন্তর্জাতিক সম্পাদক মনে করেন যে এই হামলা হুতিদের দমাতে সক্ষম হবে না।