ভোট চলছে ইন্দোনেশিয়ায়

জানা যাবে কে হচ্ছেন জোকো উইদোদোর উত্তরসূরি।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Feb 2024, 04:37 AM
Updated : 14 Feb 2024, 04:37 AM

ইন্দোনেশিয়ায় সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার ভোটাররা দেশটির প্রেসিডেন্ট এবং পার্লামেন্ট সদস্যসহ স্থানীয় জনপ্রতিনিধিদেরও নির্বাচন করবেন।

এ কারণে ইন্দোনেশিয়ার নির্বাচনকে বলা হয় এক দিনে আয়োজিত বিশ্বের সর্ববৃহৎ নির্বাচন। এবারের নির্বাচনে প্রায় ১৭ হাজার দ্বীপে ২০ হাজার ৬০০ পদে প্রায় দুই লাখ ৫৯ হাজার জনের কাছাকাছি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে সবার মনযোগ প্রেসিডেন্ট পদের দিকে।

দেশটির বর্তমান প্রেসিডেন্ট জোকো উইদোদো। যিনি এক দশক ধরে দক্ষিণপূর্ব এশিয়ার সর্ববৃহৎ অর্থনীতির দেশটিকে শাসন করে আসছেন। পরপর দুই মেয়াদে দায়িত্ব পালন করা উইদোদোকে এবার সরে দাঁড়াতে হবে।

জনপ্রিয় উইদোদো যিনি জোকোউই নামে ব্যাপকভাবে পরিচিত। এবারের নির্বাচনে উইদোদোর বড় ছেলে তার সাবেক প্রতিদ্বন্দ্বী প্রাবোউও সুবিয়ান্তোর রানিং পার্টনার হয়েছেন। এ মধ্য দিয়ে উইদোদোর সুবিয়ান্তোকে সমর্থন দেওয়ার ইঙ্গিত মিলেছে। অথচ নিজের দুই মেয়াদেই সুবিয়ান্তোকে হারিয়ে প্রেসিডেন্ট হন উইদোদো।

এবার উইদোদোর দল পিডিআই-পি এর প্রেসিডেন্ট প্রার্থী গঞ্জার প্রানোউও। আরেক প্রেসিডেন্ট প্রার্থী হলেন সাবেক গভর্নর অ্যানিস বাসওয়েদান।

নিজ দল সমর্থিত প্রার্থীকে ছেড়ে ছেলেকে বিরোধী দলের প্রার্থীর রানিং পার্টনার করার কারণে উইদোদোকে সমালোচিত হতে হচ্ছে। বলা হচ্ছে, এবার জনমত জরিপে সবচেয়ে এগিয়ে থাকা সুবিয়ান্তোকে সমর্থন দিয়ে উইদোদো ছেলের মাধ্যমে ইন্দোনেশিয়ার সরকার ব্যবস্থায় নিজের প্রভাব ধরে রাখতে চান।

যার বিরুদ্ধে দেশটির বড় বড় কয়েকটি নগরীতে গত সপ্তাহে বিক্ষোভও হয়েছে।

এদিন তিনটি আলাদা আলাদা টাইম জোনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতিটি টাইম জোনে ভোটাররা ভোট প্রদানের জন্য ছয় ঘণ্টা সময় পাবেন। দেশের পূর্বের ভোটকেন্দ্রগুলোতে এরইমধ্যে ভোট গ্রহণ শুরু হয়ে গেছে।