যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনি প্রচারের শেষ দিনগুলোতে বেশ কয়েকজন জনপ্রিয় তারকার সমর্থন কুড়িয়েছেন হ্যারিস এবং ট্রাম্প দু’জনই।
Published : 05 Nov 2024, 07:11 PM
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনি প্রচারের শেষ দিনগুলোতে বেশ কয়েকজন জনপ্রিয় তারকার সমর্থন কুড়িয়েছেন ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিস এবং রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্প দু’জনই।
ফিলাডেলফিয়ায় হ্যারিস তার শেষ প্রচার সমাবেশে মঞ্চে ওঠার আগে তার সমর্থকদের মধ্যে নেতৃত্বের সারিতে ছিলেন পপ তারকা লেডি গাগা এবং জনপ্রিয় মার্কিন টক শো উপস্থাপিকা অপরাহ উইনফ্রে।
এর আগে গত সপ্তাহে লাস ভেগাসে হ্যারিসের সঙ্গে দেখা যায়ং পপ তারকা জেনিফার লোপেজকে।
অভিনেতা হ্যারিসন ফোর্ড এবং এনবিএ স্টার লেবর্ন জেমসও হ্যারিসকে সমর্থন দিয়েছেন। এ তালিকায় আরও আছেন অভিনেতা মেরিল স্ট্রিপ, জুলিয়া রবার্টস, জেনিফার গার্নার এবং কমেডিয়ান ক্রিস রকও। সুপারস্টার গায়িকা বিয়ন্সে এবং টেলর সুইফটও হ্যারিসকে সমর্থন দিয়েছেন।
ওদিকে, জনপ্রিয় মার্কিন পডকাস্ট উপস্থাপক জো রোগান সমর্থন দিয়েছেন ট্রাম্পকে। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে তিনি এ সমর্থন দেন। জো রোগান গত মাসে তার তিন ঘণ্টার একটি শো’তে ডোনাল্ড ট্রাম্পকে অতিথি হিসেবে নিয়ে এসেছিলেন।
এক্সে তিনি লেখেন “আমি ট্রাম্পকে সমর্থন করছি।” অন্যান্য যে তারকারা ট্রাম্পকে সমর্থন দিয়েছেন তাদের মধ্যে আছেন অভিনেতা ডেনিস কায়েদ, ন্যাশনাল ফুটবল লিগ (এনএফএল) স্টার হ্যারিসন বাটকার, কান্ট্রি মিউজিকের জনপ্রিয় গায়ক জেসন আলডিন, গায়ক টেড নুজেন্ট, তারকা কিড রক এবং রেসলার হাল্ক হোগান।