পুতিন-জেলেনস্কি বৈঠকের কোনও ভিত্তি নেই: ক্রেমলিন

ইউক্রেইন ও রাশিয়ার মধ্যকার শান্তি আলোচনা কয়েক মাস ধরেই স্থবির হয়ে আছে। অগ্রগতি না হওয়ার জন্য দু’পক্ষই একে অপরকে দোষারোপ করে আসছে।

রয়টার্স
Published : 8 August 2022, 04:40 PM
Updated : 8 August 2022, 04:40 PM

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এ মুহূর্তে বৈঠকে বসার কোনও ভিত্তি নেই।

সোমবার রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন থেকে একথা বলা হয়েছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ানের মধ্যস্থতায় শান্তি আলোচনা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক কনফারেন্স কলে সাংবাদিকদের বলেন, পুতিন ও জেলেনস্কি শুধু তখনই বৈঠকে বসতে পারেন, যখন তাদের দুই পক্ষের আলোচকরা তাদের প্রস্তুতি শেষ করবেন।

ইউক্রেইন ও রাশিয়ার মধ্যকার শান্তি আলোচনা কয়েক মাস ধরেই স্থবির হয়ে আছে। অগ্রগতি না হওয়ার জন্য দু’পক্ষই একে অপরকে দোষারোপ করে আসছে।

পেসকভ বলেন, “ইউক্রেইনের প্রতিনিধিরা যোগাযোগের মধ্যে নেই। এখন কোনও আলোচনা প্রক্রিয়া চলছে না।”

“দুই পক্ষের প্রতিনিধিরা তাদের প্রস্তুতি শেষ করতে পারলেই কেবল পুতিন ও জেলেনস্কির বৈঠক সম্ভব। সেটি এখন নেই। ফলে বৈঠকের বসার জন্য প্রয়োজনীয় কোনো ভিত্তিও নেই।”