মধ্যপ্রাচ্যে ঝুঁকি বাড়তে থাকায় ফ্রান্স ও ইতালি তাদের নাগরিকদের সাময়িকভাবে লেবানন ছাড়তে বলেছে। এছাড়া, ফ্রান্স তাদের নাগরিকদের ইরানও ছাড়ার পরামর্শ দিয়েছে।
Published : 04 Aug 2024, 09:12 PM
মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা্র ঝুঁকি বাড়তে থাকার কারণে ফ্রান্স ও ইতালি তাদের নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান জানিয়েছে। দেশদুটির পররাষ্ট্রমন্ত্রণালয় রোববার একথা জানিয়েছে। তাছাড়া, ফ্রান্স তাদের নাগরিকদের সাময়িকভাবে ইরানও ছাড়তে বলেছে।
ইরানে ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাসের শীর্ষ রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া হত্যা নিয়ে বুধবার তেহরানে উত্তেজনা বেড়েছে। এর আগের দিন লেবাননের হিজবুল্লাহ ঘাঁটিতে ইসরায়েলের হামলায় গোষ্ঠীটির শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকর নিহতের ঘটনাতেও গোটা অঞ্চলজুড়ে উত্তেজনা বেড়েছে।
এই পরিস্থিতিতে দুটো পৃথক ভ্রমণ বিষয়ক পরামর্শে নারিকদের ইরান ছাড়ার আহ্বান জানিয়েছে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানে আকাশসীমা বন্ধ হওয়ার ঝুঁকি দেখা দেওয়ায় দেশটিতে বসবাসকারী ফরাসি নাগরিকদের সাময়িকভাবে দেশটি ছেড়ে যাওয়ার এই পরামর্শ দেওয়া হয়।
ইরানে ভ্রমণকারী নাগরিকদেরকে শুক্রবার দেশটি ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে ফরাসি মন্ত্রণালয়।
ওদিকে, লেবানন ছেড়ে যাওয়ার জন্য এখনও বাণিজ্যিক ফ্লাইট রয়েছে জানিয়ে লেবাননে থাকা ফরাসি নাগরিকদের, বিশেষ করে সেখানে যারা ভ্রমণ করছেন, তাদের এ সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়।
ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনিও তাজানি এক্সে ইতালি নাগরিকদের সাময়িকভাবে লেবানন ছাড়ার আহ্বান জানিয়েছে। দেশটির দক্ষিণে আদৌ ভ্রমণ না করতে নাগরিকদের পরামর্শ দিয়েছেন তিনি।
অবনতিশীল পরিস্থিতির কারণে বাণিজ্যিক ফ্লাইটে করে যত দ্রুত সম্ভব ইতালিতে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে নাগরিকদের। তাছাড়া, ইতালি পর্যটকদেরও লেবাননে ভ্রমণ না করার আহ্বান জানান অ্যান্টোনিও তাজানি।