চীনাদের জন্য কোভিড বিধিনিষেধ বিবেচনা করছে যুক্তরাষ্ট্র

আগামী মাস থেকে চীন তাদের সীমান্ত উন্মুক্ত করার ঘোষণা দেওয়ার পর যুক্তরাষ্ট্র সেদেশ থেকে আগতদের জন্য এই পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Dec 2022, 06:48 PM
Updated : 28 Dec 2022, 06:48 PM

চীন থেকে আগতদের জন্য নতুন করে কোভিড বিধিনিষেধ আরোপ করার কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র।

আগামী মাস থেকে চীন তাদের সীমান্ত উন্মুক্ত করার ঘোষণা দেওয়ার পর যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে।

আমেরিকান কর্মকর্তারা বলছেন, চীনে কোভিড সংক্রমণ বাড়তে থাকার মধ্যে ভাইরাসটি নিয়ে স্বচ্ছতায় ঘাটতি থাকার কারণে নতুন বিধিনিষেধের এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

চীনে কোভিড সংক্রমণ বাড়তে থাকার কারণে ভারতসহ কয়েকটি দেশে উদ্বেগ দেখা দিয়েছে এরই মধ্যে।

ফলে চীন থেকে যাওয়া ভ্রমণকারীদের জন্য কঠোর পদক্ষেপ নিয়েছে ভারত, জাপান, মালয়েশিয়া এবং তাইওয়ান। ইতালিও বুধবার চীনাদের জন্য কোভিড পরীক্ষা বাধ্যতামূলক করেছে বলে জানিয়েছে বিবিসি।

তবে চীন বলছে, কোভিড সংক্রান্ত বিধিনিষেধ ‘বৈজ্ঞানিক’ ভিত্তিতে এবং সঙ্গতিপূর্ণ হওয়া উচিত।

কোভিডের কঠোর সব বিবিধিনিষেধের কারণে তিন বছর বাদবাকি বিশ্ব থেকে বিচ্ছিন্ন ছিল চীনের মানুষ। এখন বিধিনিষেধগুলো উঠে যাওয়ায় এবং আগামী মাসে সীমান্ত খোলার আগে দিয়ে চীনারা ঝুঁকছে ভ্রমণে।

বিক্ষোভের মুখে দীর্ঘদিনের ‘শূন্য কোভিড’ নীতিতে বড় পরিবর্তন এনেছে চীন। দেশটিতে প্রবেশকারীদের জন্য বাধ্যতামূলক কোয়ারেন্টিন বিধি ৮ জানুয়ারি থেকে তুলে নেওয়া হচ্ছে। তার আগে এখন থেকেই বিদেশ ভ্রমণের জন্য টিকেট বুকিং শুরু করে দিয়েছে চীনারা।