থাইল্যান্ডে ২০২০ সাল থেকে রাষ্ট্রদ্রোহ আইনের অধীনে প্রায় ২০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
Published : 08 Mar 2023, 08:34 PM
ক্যালেন্ডারের পাতায় রাজার সাজে হলুদ রঙের রাবারের হাঁস, সঙ্গে লেখা বিদ্রুপাত্মক মন্তব্য। এমন ক্যালেন্ডার বিক্রি করায় থাইল্যান্ডে এক ব্যক্তিকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আদালতে বলেন, ওই ক্যালেন্ডারের মাধ্যমে থাইল্যান্ডের রাজা মাহা ভাজিরালংকর্ণকে অপমান করা হয়েছে।
বিবিসি জানায়, সাজা পাওয়া ব্যক্তির নাম নারথর্ন চোটমানকংসিন, বয়স ২৬ বছর।
থাইল্যান্ডে ২০২০ সাল থেকে রাষ্ট্রদ্রোহ আইনের অধীনে প্রায় ২০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যেটিকে সমালোচকরা বাকস্বাধীনতায় হস্তক্ষেপ বলেছেন।
থাইল্যান্ডে গণতন্ত্রপন্থিদের বিক্ষোভের প্রতীক হলুদ রঙের রাবারের হাঁস। দেশটিতে গণতন্ত্রের পক্ষে যে কোনও ধরনের বিক্ষোভেই হলুদ রঙের ওই হাঁস দেখতে পাওয়া যায়।
নারথর্নকে ২০২০ সালের ডিসেম্বরে গ্রেপ্তার করা হয়। তিনি গণতন্ত্রপন্থিদের একটি ফেসবুক পাতায় ক্যালেন্ডার বিক্রি করছিলেন। যে ক্যালেন্ডারের পাতায় রাজার সাজে থাকা হাঁস বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে বিদ্রুপ করেছে। সঙ্গে ছিল নানা বিতর্কিত ক্যাপশন।
বিবিসি জানায়, মঙ্গলবার আদালত প্রথমে নারথর্নকে তিন বছরের কারাদণ্ড দিয়েছিল। পরে তা কমিয়ে দুই বছর করা হয়।বিভিন্ন মানবাধিকার সংগঠন এ সাজার নিন্দা জানিয়েছে।