২০২২ সালের শুরুর দিকে ট্রাম্পের কাছে থাকা কিছু গোপন নথি নিয়ে বিচার বিভাগকে সতর্ক করার পর থেকে সংস্থাটি বারবার ট্রাম্পের সমালোচনার মুখে পড়ে।
Published : 15 Feb 2025, 01:33 PM
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল আর্কাইভস অ্যান্ড রেকর্ডস অ্যাডমিনিস্ট্রেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের চাকরি ছাড়তে বাধ্য করছে বলে বিষয়টি নিয়ে অবগত এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে সিএনএন।
কয়েকদিন আগে ট্রাম্প যুক্তরাষ্ট্রের আর্কাইভিস্ট কলিন শোগানকে বরখাস্ত করেছিলেন।
তিনি ছিলেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল আর্কাইভস অ্যান্ড রেকর্ডসের প্রধান, পালন করতেন সরকারি নথি সংরক্ষণ ও দেখভালের দায়িত্ব।
২০২২ সালের শুরুর দিকে ন্যাশনাল আর্কাইভস তখনকার সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে থাকা কিছু গোপন নথি নিয়ে বিচার বিভাগকে সতর্ক করেছিল। এরপর থেকে সংস্থাটি বারবার ট্রাম্পের সমালোচনার মুখে পড়েছে।
হোয়াইট হাউজ আগের নেতৃত্ব বদলে ট্রাম্পের অনুগত লোকজনকে দায়িত্ব দেবে, শোগানকে বরখাস্ত করার পর ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা আর্কাইভসের কর্মকর্তাদের স্পষ্ট ভাষায় এ কথা জানিয়ে দেন বলে সিএনএনকে জানিয়েছে ওই সূত্র।
এরপর শুক্রবার এক ইমেইল বার্তায় ডেপুটি আর্কাইভিস্ট উইলিয়াম জে বোসাঙ্কো তার দলের সদস্যদের জানান, তিনি পদত্যাগ করতে যাচ্ছেন।
অল্প সময়ের মধ্যে আরও ৫ কর্মকর্তাও পদত্যাগ করতে যাচ্ছেন, বলেছে সূত্রটি।
হোয়াইট হাউজ আগামী কয়েকদিনের মধ্যেই ন্যাশনাল আর্কাইভসের নতুন নেতৃত্ব নিয়ে তাদের কী পরিকল্পনা তা ঘোষণা করতে পারে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।