জুলাইশোকে স্তব্ধ স্বদেশের সামনে কোন বাস্তবতা?
ছাত্রদের কোটা আন্দোলন যে শুধু চাকরির জন্য, সেটি মনে করার কারণ নেই। আড়ালে প্রাত্যহিক হতাশা, দ্রব্যমূল্য, দুর্নীতি, কথা বলতে না পারাসহ আরও বঞ্চনার দীর্ঘশ্বাস লুকিয়ে আছে। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সরকারি অফিস-আদালতে ঘুষ আর বৈষম্যের শিকার সাধারণ মানুষ ক্ষুব্ধ।