বাংলাদেশের মানুষই ভাঙল ঋত্বিকের বাড়ি
দেশভাগের ক্ষত নিয়ে পশ্চিমবঙ্গে চলে গেলেও, যে দেশের মাটিকে ঋত্বিক ঘটক মায়ের সঙ্গে তুলনা করতেন, সেই বাংলার মানুষই তার স্মৃতিচিহ্নটুকু মাটির সঙ্গে মিশিয়ে দিল। অথচ তার গোটা জীবনের যুক্তি তক্কো আর গপ্পোর ভেতরে বাংলাদেশ উপস্থিত হয়েছে এক প্রত্নমায়ের অবয়ব নিয়ে।