অ্যামাজনের ২০০ কোটি ডলারের শেয়ার বেচলেন বেজোস

গত বছরে প্রযুক্তিবিষয়ক বিভিন্ন কোম্পানির শেয়ারমূল্যে নানা নটকীয়তার মধ্যেই অ্যামাজনের শেয়ারমূল্য বেড়েছে ৮০ শতাংশের বেশি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Feb 2024, 07:34 AM
Updated : 11 Feb 2024, 07:34 AM

অ্যামাজনের বিভিন্ন অনলাইন ও ক্লাউড পরিষেবার প্রায় এক কোটি ২০ লাখ শেয়ার বিক্রি করেছেন কোম্পানিটির প্রতিষ্ঠাতা জেফ বেজোস, যেগুলোর বাজারমূল্য প্রায় দুইশ কোটি ডলার।

এর আগে আগামী বছরজুড়ে নিজের বিভিন্ন শেয়ার বিক্রির পরিকল্পনার কথা জানিয়েছিলেন বিশ্বের অন্যতম এই শীর্ষ ধনী। এর পরপরই গেল শুক্রবার আদালতে জমা দেওয়া নথিতে উঠে আসে এ শেয়ার বিক্রির বিষয়টি।

গত সপ্তাহে অ্যামাজন বলেছে, কোম্পানির পাঁচ কোটির বেশি শেয়ার বিক্রি করতে পারেন বেজোস।

কোম্পানির সর্বশেষ বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, কিছু শর্ত সাপেক্ষ এ বিক্রির পরিকল্পনা শুরু হয়েছে ২০২৩ সালের ৮ নভেম্বর। আর এটি বাস্তবায়নের শেষ মেয়াদ ২০২৫ সালের ৩১ জানুয়ারি।

গত বছরে প্রযুক্তিবিষয়ক বিভিন্ন কোম্পানির শেয়ারমূল্যে নানা নটকীয়তার মধ্যেই অ্যামাজনের শেয়ারমূল্য বেড়েছে ৮০ শতাংশের বেশি। ফলে কোম্পানিটি মার্কিন যুক্তরাষ্ট্রের স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ৫০০টি বৃহত্তম কোম্পানির সূচক ‘এসঅ্যান্ডপি ৫০০’-এর পূর্বাভাসকেও ছাড়িয়েছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।

১৯৯৪ সালে একজন বই বিক্রেতা হিসাবে অ্যামাজন প্রতিষ্ঠা করেছিলেন জেফ বেজোস। পরবর্তীতে ২০২১ সালে তিনি প্রধান নির্বাহীর পদ থেকে পদত্যাগ করেন ও কোম্পানির পর্ষদে নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব নেন।

মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গের বিলিয়নেয়ার্স সূচক অনুসারে, ২০ হাজার কোটি ডলারের সম্পদ নিয়ে বর্তমানে বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি বেজোস।