গেইম শিল্পে জেনারেটিভ এআই ব্যবহারে পারফর্মারদের জন্য নতুন সুরক্ষা ব্যবস্থার দাবিতে স্টুডিওগুলোকে একজোট করতে চায় তাদের ইউনিয়ন।
Published : 07 Aug 2024, 05:44 PM
ভিডিও গেইমে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহারের জেরে “পুরো এক বছরের” ধর্মঘটে যেতে পারেন এ খাতের শিল্পীরা।
যুক্তরাষ্ট্রে ধর্মঘটে থাকা শিল্পীদের প্রতিনিধিত্বকারী ইউনিয়ন ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজকে জানিয়েছে বিষয়টি।
‘অ্যাক্টিভিশন’, ‘ইএ’, ‘ওয়ার্নার ব্রাদার্স গেইমস’-এর মতো খ্যাতিমান সব ভিডিও গেইম স্টুডিওতে আড়াই হাজারের শিল্পী কাজ করছেন। যুক্তরাষ্ট্রে তাদের এ বিক্ষোভ চলছে ২৬ জুলাই থেকে।
‘স্ক্রিন অ্যাকটরস গিল্ড-আমেরিকান ফেডারেশন অফ টেলিভিশন অ্যান্ড রেডিও আর্টিস্ট (স্যাগ-আফট্রা)’ নামে পরিচিত এ ইউনিয়নের দাবি, বিভিন্ন স্টুডিও যেন গেইমিং খাতে জেনারেটিভ এআই ব্যবহারের ক্ষেত্রে শিল্পীদের সুরক্ষার বিষয়টি নিশ্চিত করে।
ইউনিয়নের প্রধান আলোচক ডানকান ক্র্যাবট্রি-আয়ারল্যান্ড স্কাই নিউজকে বলেছেন, শিল্পীরা এক বছরের ধর্মঘটে যেতে পারেন।
“এমন তত্ত্ব থাকতে পারে, তারা (স্টুডিওগুলো) আমাদের অপেক্ষায় রেখে পার পেয়ে যাবে,” বলেন তিনি।
“এটি একটি ভুল তত্ত্ব।”
একইভাবে গত বছর স্যাগ-আফট্রা’র অধীনে হলিউড শিল্পীরা লেখকদের সঙ্গে মিলে ১১৮ দিনের ধর্মঘটে গিয়েছিলেন। সে সময় তারা অন্যান্য দাবির পাশাপাশি সিনেমা ও স্ট্রিমিং স্টুডিও;র এআই সুরক্ষা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছিলেন।
ইউনিভার্সিটি অফ মিশিগানের তথ্য অনুসারে, ওই ধর্মঘটে হলিউডের ক্ষতি হয়েছিল অন্তত ৫০০ কোটি ডলার। এমনকি ‘ডেডপুল ৩’, ‘চ্যালেঞ্জার্স’ ও ‘ডুন: পার্ট টু’র মতো বড় ব্লকবাস্টার সিনেমার মুক্তিও পিছিয়ে গিয়েছিল।
তবে, এটিও স্যাগ-অ্যাফট্রা ইউনিয়নের সবচেয়ে দীর্ঘকালীন কর্মসূচি ছিল না। ২০১৭ সালে ভিডিও গেইম চুক্তি নিয়ে ইউনিয়নটি সর্বশেষ যে ধর্মঘট করেছিল, তার স্থায়িত্ব ছিল ৩৪০ দিন।
“আমরা পুরো এক বছর ধর্মঘটে ছিলাম। তা আবারও ঘটতে পারে।” – বলেন ক্র্যাবট্রি-আয়ারল্যান্ড।
“আমি সত্যিই আশা করি, এমন না হোক।”
ইউনিয়নের সঙ্গে ভিডিও গেইম প্রযোজকদের পক্ষে আলোচনা করছেন অড্রে কুলিং। সমস্যাটি সমাধানে তারা প্রতিশ্রুতিবদ্ধ বলে স্কাইনিউজকে জানিয়েছেন তিনি। পাশাপাশি, শিল্পীদের বেতন বাড়ানো ও এ খাতে সর্বোচ্চ এআই সুরক্ষা প্রদান করার বিষয়টিও উল্লেখ করেন তিনি।
ক্যামেরার পারফর্মারদের ওপর এআই ব্যবহার করাই এ আলোচনার মূল বিষয়। তারা স্টান্ট ও মোশন পারফর্মার কর্মী, যারা গেইমের বিভিন্ন চরিত্রে কাজ করার পরে সেটিকে ‘অ্যানিমেটেড’ করা হয় বলে প্রতিবেদনে লিখেছে স্কাইনিউজ।