আইওএস অ্যাপ ক্র্যাশ: দায় নিলো ফেইসবুক

শুক্রবার কয়েক ঘণ্টা আইফোন এবং আইপ্যাডে কাজ করেনি অনেকগুলো অ্যাপ। ফেইসবুক স্বীকার করেছে যে, তাদের ভুলেই এমনটা হয়েছে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 July 2020, 01:25 PM
Updated : 12 July 2020, 01:25 PM

বিবিসিকে সামাজিক মাধ্যম জায়ান্ট প্রতিষ্ঠানটি বলেছে, “কোডে পরিবর্তনের কারণে কিছু আইওএস অ্যাপ ক্র্যাশ করেছে।” তবে, সমস্যাটি দ্রুতই সারিয়েছে তারা।

ত্রুটির কারণে কয়েক ঘণ্টা আইফোন এবং আইপ্যাডে চলছিলো না স্পটিফাই, টিকটক, টিন্ডার এবং ওয়েইজের মতো অ্যাপগুলো।

চলতি বছর মে মাসেও একই ধরনের একটি ঘটনা ঘটেছে, কাজ করছিলো না কয়েকটি অ্যাপ।

সর্বশেষ এই ত্রুটির বিষয়ে বিবৃতিতে ফেইসবুক জানিয়েছে, “কোডে পরিবর্তনের কারণে ফেইসবুকের এসডিকে (সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট) ব্যবহারকারী কিছু আইওএস অ্যাপ ক্র্যাশ করেছে। আমরা সমস্যাটি দ্রুত শনাক্ত করেছি এবং সমাধান করেছি। যেকোনো অসুবিধার জন্য আমরা দুঃখিত।”

অ্যাপ ডেভেলপারদেরকে ‘লগইন উইথ ফেইসবুক’ ফিচার ব্যবহারে উৎসাহ দিচ্ছে ফেইসবুক। ফলে অ্যাপের মাধ্যমে গ্রাহকের যে ডেটা জোগাড় করা হয় সেগুলোর সুবিধা নিতে পারে সামাজিক মাধ্যম জায়ান্ট প্রতিষ্ঠানটি। তার মানে ‘লগইন উইথ ফেইসবুক’ ফিচারে যেকোনো আপডেট সরাসরি অন্য অ্যাপেও প্রভাব ফেলবে।

অ্যাপ ক্র্যাশের এই ঘটনা দু’টি নিয়ে কিছু প্রশ্নও উঠেছে, স্বাধীন অ্যাপগুলোর ওপর ফেইসবুকের ক্ষমতা কী এতোটাই বেশি?

অ্যাপ ক্র্যাশের ঘটনায় বিরক্ত হয়েছেন অনেকেই। তবে, প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চের নিরাপত্তা বিভাগের সম্পাদক জ্যাক হুইটেকার এই ত্রুটির একটি সুবিধা তুলে ধরেছেন, “অন্তত একটি উজ্জ্বল দিক হলো, সকালে কিছু সময়ের জন্য আপনি জানতেন যে, কোনো অ্যাপ আপনার অজান্তে গোপনে আপনার ডেটা কোনো দালাল বা বিশ্লেষণা প্রতিষ্ঠানকে পাঠাচ্ছে না!”

আইওএস ডিভাইসে অ্যাপগুলো যখন ক্র্যাশ করছিলো, তখন অনএক অ্যান্ড্রয়েড ব্যবহারকারী জানিয়েছেন তাদের অ্যাপ ঠিকটাক কাজ করছে।