মাইক্রোসফটকে টপকে এবার শীর্ষে অ্যামাজন

বাজার মূল্যের দিক থেকে শীর্ষ স্থানে উঠেছে মার্কিন ই-কমার্স জায়ান্ট অ্যামাজন।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Jan 2019, 01:58 PM
Updated : 8 Jan 2019, 01:58 PM

সোমবার মাইক্রোসফটকে টপকে শীর্ষ স্থানের তকমা পায় প্রতিষ্ঠানটি। এদিন শেয়ার বাজারে দিনশেষে প্রতিষ্ঠানটির বাজার মূল্য দাঁড়িয়েছে ৭৯৭০০ কোটি মার্কিন ডলারে-- খবর সিএনবিসি’র।

একই দিনে মাইক্রোসফটের বাজার মূল্য দাঁড়ায় ৭৮৩০০ কোটি মার্কিন ডলার। অন্যদিকে আগের সপ্তাহে আইফোনের বিক্রি কমার খবর প্রকাশের পর অ্যাপলের বাজার মূল্য কমে হয়েছে ৭০২০০ কোটি ডলার।

৭৪৮০০ ডলার মূল্য নিয়ে অ্যাপলকে টপকে তৃতীয় স্থানের রয়েছে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট।

সোমবার অ্যামাজনের শেয়ার মূল্য বেড়েছে প্রায় সাড়ে তিন শতাংশ। এতে প্রতিষ্ঠানের প্রতি শেয়ারের মূল্য হয়েছে ১৬২৯.৫১ ডলার। অন্যদিকে একই দিনে মাইক্রোসফটের শেয়ার মূল্য সামান্য বেড়ে হয়েছে ১০২.০৬ ডলার।

সম্প্রতি মাইক্রোসফটের পক্ষ থেকে বলা হয় অ্যামাজনের স্বয়ংক্রিয় অ্যামাজন গো’র সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করতে ক্রোগার-এর সঙ্গে কাজ করছে তারা।