ফের আসছে প্লেস্টেশন ক্লাসিক

নিজেদের একদম শুরুর মূল প্লেস্টেশন কনসোল আবার ফিরিয়ে আনছে সনি, বুধবার এক ঘোষণায় প্রতিষ্ঠানটি এ খবর জানায়। ২৫ বছর আগে প্লেস্টেশন ক্লাসিক নামে এই ডিভাইস এনেছিল জাপানি প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Sept 2018, 10:13 AM
Updated : 19 Sept 2018, 01:48 PM

গেইমিং খাতে স্বদেশীয় প্রতিষ্ঠান নিনটেনডো সনি’র আগে একই রকম পদক্ষেপ নিয়েছিল। নতুন করে আনা প্লেস্টেশন ক্লাসিকের দাম রাখা হবে ৯৯.৯৯ ডলার, এর সঙ্গে ২০টি আলাদা ঘরানার গেইমও থাকবে। এসব গেইমের মধ্যে ফাইনাল ফ্যান্টাসি ৭, টেকেন ৩, রিজ রেইসার টাইপ ৪ উল্লেখযোগ্য। চলতি বছর ৩ ডিসেম্বর বিশ্বব্যাপী এই ডিভাইস বাজারে ছাড়া হবে।

 

ছোট এই কনসোলটির সঙ্গে ক্রেতারা দুটি ক্লাসিক প্লেস্টেশন ১ কনট্রোলার পাবেন। ২০টি গেইমের পুরো তালিকা এখনও পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছে প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদনে। তবে সনি’র প্রেস বিজ্ঞপ্তিতে জাম্পিং গিস ও ওয়াইল্ড আর্মস-এর নাম উল্লেখ করা হয়েছে। 

এখন পর্যন্ত গেইমিং কনসোলগুলোর মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হওয়া কনসোল হচ্ছে সনির প্লেস্টেশন ২। ২০০০ সালে আনা এই কনসোলটির মেরামত সেবা চলতি মাসের শুরুতে ১৮ বছর পর বন্ধ করে দেয় প্রতিষ্ঠানটি। আর এর উৎপাদন বন্ধ করে দেওয়া হয় ২০১২ সালে।