অংশীদারিত্বে যাচ্ছে এরিকসন- সিসকো

টেলিযোগাযোগ সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান এরিকসন সরকারি ও কর্পোরেট খাতে গ্রাহক বাড়িয়ে ২০১৭ সালের মধ্যে সিসকো সিস্টেম ইনকর্পোরেটেড-এর সঙ্গে তার অংশীদারিত্ব বাড়ানোর পরিকল্পনা করেছে বলে প্রতিষ্ঠানটির উত্তর আমেরিকার প্রধান এক সাক্ষাৎকারে জানান।

তাহমিন আয়শা মুর্শেদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Dec 2016, 01:41 PM
Updated : 24 Dec 2016, 01:42 PM

রিমা কোরেশি জানান, ২০১৫ সালের ঘোষণা অনুসারে ২০১৮ সালের মধ্যে প্রায় ১০০ কোটি ডলার অতিরিক্ত রাজস্ব আয় করার লক্ষ্যে এরিকসন এবং সিসকো অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করবে। এরিকসনের সিসকো অংশীদারিত্বে প্রথম বছরে ৬০টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রধানত টেলিযোগাযোগ অপারেটরদের প্রতি গুরুত্ব দিয়েই করা হয়েছে। পরবর্তী বছরগুলোতে প্রতিষ্ঠানটি সংস্থা এবং সরকারি খাতগুলোকে লক্ষ্য ধরে কাজ করার পরিকল্পনা করছে বলে জানিয়েছে রয়টার্স।

"দুই প্রতিষ্ঠান অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করার ক্ষেত্রগুলোতে আমরা অনেক বেশি ঘনিষ্ঠ", কোরেশি বলেন।

"ইন্ডাস্ট্রি অ্যান্ড সোসাইটি, আইওটি, শহরে মিলিতভাবে কাজ করতে আমাদের কাজ কেমন হবে তা আমরা খতিয়ে দেখছি। আমরা নির্দিষ্ট কিছু সাধারণ ক্ষেত্র ঠিক করে কাজ করছি বিশেষভাবে- পরিবহন, সুবিধাদি ... এবং তারপর অবশ্যই আমরা নিরাপত্তা আর অন্যান্য দিকগুলোর উপর জোর দেব" -বলেন তিনি।