দ্বিগুণ হবে স্মার্টফোন সাবস্ক্রিপশন

বিশ্বজুড়ে ২০২২ সালের মধ্যে স্মার্টফোনের সাবস্ক্রিপশনের পরিমাণ দ্বিগুণ হবে বলে ধারণা করছে সুইডিশ টেলিকম নেটওয়ার্ক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এরিকসন।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Nov 2016, 02:35 PM
Updated : 15 Nov 2016, 02:35 PM

রয়টার্স-এর তথ্যমতে, সাবস্ক্রিপশন বাড়ার ফলে মোবাইল ডেটার ব্যবহার আটগুণ হবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। ২০২২ সালের শেষে স্মার্টফোন সাবস্ক্রিপশনের সংখ্যা ৬৮০ কোটি হবে বলে আশা করছে এরিকসন, ২০১৬ সালে যার সংখ্যা ৩৯০ কোটি।

এর আগে চলতি বছরের জুনে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছিল, ২০২১ সালের মধ্যে সাবস্ক্রিপশন হবে ৬৩০ কোটি।

২০২১ সালে ৫জি সাবস্ক্রিপশন ১৫ কোটি থেকে বেড়ে ২০২২ সালে ৫৫ কোটি হবে বলে জানিয়েছেন এরিকসন-এর কৌশল ও প্রযুক্তি প্রধান উল ইওয়াডসন।

তিনি বলেন, "আমারা ধারণা করছি এর মধ্যে ২৫ শতাংশ উত্তর আমেরিকা এবং ১০ শতাংশ এশিয়া থেকে আসবে।"

২০১৭ সালের শেষের দিকে থেকে ৫জি নেটওয়ার্ক চালু হওয়ার কথা রয়েছে। ২০১৮ সালে বৃহৎ পরিসরে  ৫জি যন্ত্রাংশ বিক্রি করার প্রয়াশ করছে প্রতিষ্ঠানটি।  মোবাইল ডেটার ব্যবহার বৃদ্ধি ৪০ থেকে ৫০ শতাংশ বৃদ্ধির আশায় কার্যকারিতা এবং প্রযুক্তি বাড়ানোর পরিকল্পনা করছে এরিকসন।