“কেবল একটি সতর্কতা লেবেল কম বয়সী ব্যবহারকারীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো একেবারে নিরাপদ করে তুলবে না। তবে এটি সচেতনা বাড়াবে।”
Published : 18 Jun 2024, 04:41 PM
সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে একটি সতর্কতা লেবেল যুক্ত করার আহ্বান জানিয়েছেন ইউএস সার্জন জেনারেল বিবেক মূর্তি। সতর্কতা লেবেলে উল্লেখ থাকবে সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো কমবয়সীদের, বিশেষ করে কিশোর-কিশোরী ব্যবহারকারীদের ক্ষতি করছে।
সোমবার নিউ ইয়র্ক টাইমসের মতামতের পাতায় মূর্তি লিখেছেন, কেবল একটি সতর্কতা লেবেল কম বয়সী ব্যবহারকারীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো একেবারে নিরাপদ করে তুলবে না। তবে এটি সচেতনা বাড়াবে। যেমনটি তামাকজাত দ্রব্যের সতর্কতা লেবেল নিয়ে গবেষণায় দেখা গেছে, এতে মানুষের আচরণে পরিবর্তন আসে।
এমন সতর্কীকরণ লেবেল যোগ করতে হলে মার্কিন কংগ্রেসকে প্রয়োজনীয় আইন পাশ করতে হবে বলে প্রতিবেদনে লিখেছে বার্তা সংস্থা রয়টার্স।
তরুণ অধিকারকর্মী ও জনপ্রতিনিধিরা দীর্ঘদিন ধরে ফেইসবুক, ইনস্টাগ্রাম, টিকটক ও স্ন্যাপচ্যাটের মতো সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে অভিযুক্ত করে আসছেন যে এগুলো কম বয়সী ব্যবহারকারীদের ওপরে ক্ষতিকর প্রভাব ফেলছে। উদাহরণ হিসেবে, তাদের মনোযোগ কমিয়ে ফেলছে, শারীরিক সৌন্দর্য বিষয়ে হতাশার প্রচার করছে, ফলে অনলাইনে কিশোর-কিশোরীদের হেনস্তা হওয়ার ঝুঁকি বাড়ছে।
“সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে একজন সার্জন জেনারেলের সতর্কতা লেবেল যোগ করার সময়ে এসেছে, যেখানে উল্লেখ থাকবে সোশাল মিডিয়া কম বয়সীদের মানসিক স্বাস্থ্যেরে উল্লেখযোগ্য ক্ষতির সঙ্গে জড়িত।” – সোমবার লিখেছেন মূর্তি।
টিকটক, স্ন্যাপচ্যাট এবং ফেইসবুক ও ইনস্টাগ্রামের মালিক কোম্পানি মেটা প্ল্যাটফর্মস রয়টার্সের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক কোনো সাড়া দেয়নি।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স ও মেসেজিং পরিষেবা অ্যাপ ডিসকর্ডসহ ওপরের তিন কোম্পানির সিইওরা জানুয়ারিতে অনলাইন শিশু সুরক্ষা বিষয়ে এক শুনানির সময়ে মার্কিন সিনেটরদের তোপের মুখে পড়েছিলেন।
“আপনাদের হাতে রক্ত লেগে আছে।” – শিশু-কিশোরদের রক্ষা করতে ব্যর্থ হওয়ায় এ কথা বলে নির্বাহীদের তিরস্কার করেন রিপাবলিকান দলের সিনেটর লিন্ডজি গ্রাহাম।
সোশাল মিডিয়ার ক্ষতিকারক প্রভাব, যেমন উদ্বেগ, বিষণ্ণতা, আর এর ফলস্বরূপ অন্যান্য মানসিক রোগ থেকে শিশুদের রক্ষায় অনেক মার্কিন অঙ্গরাজ্যই আইন পাশ করার জন্য কাজ করছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।
মা-বাবার সম্মতি ছাড়া ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের কাছে “আসক্তিমূলক” অ্যালগরিদম কনটেন্ট প্রকাশ করা থেকে সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে বাধা দেওয়ার জন্য এ মাসে একটি আইন পাস করেছেন নিউইয়র্ক অঙ্গরাজ্যের আইনপ্রণেতারা।
মার্চ মাসে ফ্লোরিডা অঙ্গরাজ্যের গভর্নর, রন ডিস্যান্টিস একটি বিলে স্বাক্ষর করেন; যা ১৪ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করে। এ ছাড়া, ১৪ ও ১৫ বছর বয়সীদেরও সোশাল মিডিয়া ব্যবহারের জন্য মা-বাবার অনুমতি প্রয়োজন হবে।