শৈশবের জোড়া স্বপ্ন পূরণের খুব কাছে সিৎসিপাস

কারেন কাচানোভকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছেন এই গ্রিক তারকা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Jan 2023, 10:58 AM
Updated : 27 Jan 2023, 10:58 AM

বছর দেড়েক আগে গ্র্যান্ড স্ল্যাম জয়ের খুব কাছে গিয়েও হতাশ হয়েছিলেন স্তেফানোস সিৎসিপাস। সেই আক্ষেপ ঘোচানোর সুযোগ এখন তার সামনে। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে যে জায়গা করে নিয়েছেন তিনি। ক্যারিয়ারের প্রথম মেজর ট্রফি জয়ের পাশাপাশি শৈশবের আরেকটি স্বপ্নও পূরণ করতে মুখিয়ে আছেন এই গ্রিক টেনিস তারকা।

মেলবোর্নের রড লেভার অ্যারেনায় শুক্রবার সেমি-ফাইনালে রাশিয়ার কারেন কাচানোভকে হারিয়ে দেন সিৎসিপাস। ১৮ নম্বর বাছাইয়ের বিপক্ষে ৭-৬ (৭-২), ৬-৪, ৬-৭ (৬-৮) ও ৬-৩ গেমে জেতেন ২৪ বছর বয়সী এই খেলোয়াড়।

এর আগে একবারই গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠেছিলেন সিৎসিপাস। ২০২১ সালের ফরাসি ওপেনের শিরোপা নির্ধারণী ম্যাচে খেলেছিলেন তিনি নোভাক জোকোভিচের বিপক্ষে। কিন্তু সার্বিয়ান তারকার কাছে হেরে শিরোপা স্বপ্ন ভাঙে তারা।

এবার অধরা ট্রফিতে চুমু আঁকার সুযোগ সিৎসিপাসের সামনে। আগামী রোববার মাঠে গড়াবে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের ফাইনাল। যেখানে তার প্রতিপক্ষ হবেন নোভাক জোকোভিচ কিংবা টমি পল।

চ্যাম্পিয়ন হতে পারলে প্রথম গ্রিক খেলোয়াড় হিসেবে র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠবেন সিৎসিপাস। কাচানোভকে হারানোর পর বললেন, ছোটবেলার স্বপ্ন দুটি পূরণের জন্য উন্মুখ হয়ে আছেন তিনি।

“আমার মনে আছে, (গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল) টিভিতে দেখে নিজেকে বলেছিলাম, একদিন এখানে থাকতে চাই আমি। সেই অনুভূতি আবারও পেতে চাই।”

“আমি জানতাম, লক্ষ্যে পৌঁছনোর জন্য দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। এমন কিছুর জন্য নিজেকে লড়াইয়ের সুযোগ দিতেও কিছু পদক্ষেপ নিতে হবে। তবে নিজের ওপর বিশ্বাস ছিল। এক নম্বর হিসেবে আমি জুনিয়র টেনিস পর্ব শেষ করেছিলাম। এখন আমি পুরুষদের পেশাদার টেনিসে এটি (এক নম্বর) করতে চাই।”