আর্সেনালের সঙ্গে লড়াই ম্যান সিটি কোচের চোখে ‘ফাইনাল’

গত মৌসুমের ‘ট্রেবল’ সাফল্যের পুনরাবৃত্তির হাতছানি এখনও আছে ম্যানচেস্টার সিটির সামনে, তবে পেপ গুয়ার্দিওলার সবটুকু ভাবনা আপাতত আর্সেনালের বিপক্ষে ম্যাচ ঘিরে।

স্পোর্টস ডেস্ক
Published : 18 March 2024, 07:22 AM
Updated : 18 March 2024, 07:22 AM

এফএ কাপের শেষ চারে পৌঁছে গেছে ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়ন্স লিগে তারা এখন কোয়ার্টার-ফাইনালের মঞ্চে। ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে তারা তো আছে ভালোভাবেই। গত মৌসুমের ঐতিহাসিক ‘ট্রেবল’ সাফল্যের পুনরাবৃত্তির হাতছানি ভালোভাবেই আছে তাদের সামনে। তবে এত দূরের ভাবনায় এখনই বুঁদ হতে চান না পেপ গুয়ার্দিওলা। আপাতত তার চোখ পরের ম্যাচে, আর্সেনালের বিপক্ষে যে লড়াইয়েই তিনি দেখছেন লিগ শিরোপার ফয়সালা। 

আগামী মাসে এফএ কাপের সেমি-ফাইনালে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ চেলসি। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে তাদেরকে লড়তে হবে ইউরোপের সফলতম দল রেয়াল মাদ্রিদের সঙ্গে। তবে এসবের আগেই তাদের অপেক্ষায় আর্সেনালের চ্যালেঞ্জ। আন্তর্জাতিক বিরতির পর আগামী ৩১ মার্চ মুখোমুখি হবে এই দুই দল। 

২৮ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে আপাতত পয়েন্ট তালিকার শীর্ষে আর্সেনাল। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে দুইয়ে লিভারপুল। এক পয়েন্ট কম নিয়ে তিনে ম্যানচেস্টার সিটি। 

শিরোপার লড়াইয়ে তাই আর্সেনাল ও সিটির ম্যাচের ফলাফলের বড় প্রভাব পড়তে পারে। গুয়ার্দিওলা তো এটিকেই ‘ফাইনাল’ ম্যাচ বলে দিলেন ক্লাবের ওয়েবসাইটে কথোপকথনে। 

“একটি করে পদক্ষেপে এগোতে চাই আমরা। আর্সেনালের বিপক্ষে ফাইনাল এখনও বাকি আছে। ভবিষ্যৎ নিয়ে এখনই খুব একটা ভাবতে চাই না। সামনের সময়টুকুর তীব্রতা প্রচন্ড।” 

আন্তর্জাতিক সূচির ব্যস্ততায় আপাতত এখন ক্লাব ফুটবলে কিছুদিনের বিরতি। সেই বিরতি শেষ হওয়ার পরপরই আর্সেনালের সঙ্গে লড়াই। এখন ম্যানচেস্টার সিটি কোচের ভাবনা, জাতীয় দলের খেলা শেষে সব ফুটবলারকে যেন ফিট অবস্থায় ফিরে পাওয়া যায়। 

“আন্তর্জাতিক ম্যাচগুলো দেখব না আমি। বিশ্রাম নেব। ওরা (ফুটবলাররা) যখন ফিরবে, তখন দেখব কতজন ঠিকঠাক ফিরতে পারে।” 

“ওরা ফেরার পর আর্সেনালের বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুতির সময় থাকবে তিন দিন। দেখা যাক…।”