জাতীয় দলের ক্যাম্প সৌদি আরবে, ফিলিস্তিনের বিপক্ষে হোম ম্যাচের সূচি বদল

ফিলিস্তিনের বিপক্ষে হোম ম্যাচের বদলে এখন অ্যাওয়ে ম্যাচ আগে খেলবে বাংলাদেশ জাতীয় দল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Feb 2024, 10:22 AM
Updated : 4 Feb 2024, 10:22 AM

বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ের প্রস্তুতির জন্য সৌদি আরবে ক্যাম্প করার আগ্রহ আগেই জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা। তার চাওয়া অনুযায়ী মধ্যপ্রাচ্যের দেশটিতে ক্যাম্প করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বাফুফে ভবনে রোববার বাফুফের ন্যাশনাল টিমস কমিটির সভা শেষে কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ সৌদি আরবে ক্যাম্প আয়োজনের বিষয়টি নিশ্চিত করেন।

গত বছর মার্চে সৌদি আরব গিয়ে প্রায় তিন সপ্তাহ কন্ডিশনিং ক্যাম্প করেছিলেন কাবরেরা। জুনে সাফ চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে ওঠার পর বাংলাদেশ কোচ জানিয়েছিলেন, ওই ক্যাম্প কাজে লেগেছিল তাদের; ইতিবাচক প্রভাব ফেলেছিল দলের পারফরম্যান্সে।

আগামী মার্চে ফিলিস্তিনের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ ও ২০২৭ এশিয়ান গেমসের বাছাইয়ে দুই লেগে মুখোমুখি হবে বাংলাদেশ। আগের সূচি অনুযায়ী ২১ মার্চ ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথম লেগের ম্যাচটি মাঠে গড়ানোর কথা ছিল। ফিলিস্তিনের চাওয়া অনুযায়ী কুয়েতে ২১ মার্চ বাংলাদেশ অ্যাওয়ে ম্যাচটি খেলবে আর ২৬ মার্চে কিংস অ্যারেনায় বাংলাদেশ হোম ম্যাচ খেলবে বলে জানান নাবিল।

“পরিস্থিতির কারণে ফিলিস্তিন তাদের ম্যাচ কুয়েতে খেলছে। ওই সময় (২৬ মার্চ) কুয়েতের নিজেদের ম্যাচ থাকায় প্রথম লেগটি ওরা ২১ মার্চে কিংস অ্যারেনার বদলে কুয়েতে খেলতে চায়। আমরাও রাজি হয়েছি। তাই আমাদের হোম ম্যাচটি ২১ মার্চের বদলে ২৬ মার্চে ঢাকায় হবে।”

আগামী ২ মার্চ সৌদি আরবের উদ্দেশে রওনা দেবে দল। ১৭ মার্চ পর্যন্ত রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে ক্যাম্প করে সেখান থেকে কুয়েত যাবে দল।

আগামী ২৫ ফেব্রুয়ারি দল ঘোষণা করবেন কাবরেরা।