৩০ বছর পর লিওঁর সভাপতির দায়িত্ব ছাড়লেন অঁলাস

জন টেক্সটরকে নতুন চেয়ারম্যান ও প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 May 2023, 11:41 AM
Updated : 8 May 2023, 11:41 AM

ফরাসি ক্লাব লিওঁর সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্কের ইতি টেনে দিলেন জ্যঁ-মিশেল অঁলাস। ৩০ বছরের বেশি সময় পর দলটির সভাপতির দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন তিনি। 

বিজ্ঞপ্তি দিয়ে সোমবার বিষয়টি জানিয়েছে লিওঁ। নতুন মালিক জন টেক্সটরকে নতুন চেয়ারম্যান ও প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 

ফরাসি দৈনিক লেকিপ-এর খবর, আরও তিন বছর লিওঁর সভাপতির দায়িত্বে থাকার কথা ছিল অঁলাসের। কিন্তু নতুন আমেরিকান মালিকপক্ষের ক্লাবের কাঠামোয় উল্লেখযোগ্য পরিবর্তন আনতে চাওয়াটা তার সরে দাঁড়ানোর সিদ্ধান্তে প্রভাব রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।

লিওঁ জানিয়েছে, ক্লাবের সম্মানসূচক সভাপতি হিসেবে থাকবেন অঁলাস। আর নতুন কাউকে খুঁজে না পাওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করবেন টেক্সটর। গত শুক্রবারের সভায় এসেছে এসব সিদ্ধান্ত। 

লিগ ওয়ানে ৭ নম্বরে আছে লিওঁ। ৩৪ ম্যাচে ১৬ জয় ও ৮ ড্রয়ে তাদের পয়েন্ট ৫৬। সমান ম্যাচে ২৫ জয় ও ৩ ড্রয়ে ৭৮ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি।