ফ্রান্স ম্যাচ থেকে ছিটকে গেছেন নয়ার

ঊরুর পেশির চোটে ভুগছেন জার্মানির প্রথম পছন্দের গোলরক্ষক।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 March 2024, 10:28 AM
Updated : 21 March 2024, 10:28 AM

কাতার বিশ্বকাপের পর প্রথমবারের মতো জার্মানির হয়ে কোনো ম্যাচ খেলতে অনুশীলন করছিলেন মানুয়েল নয়ার। সেই প্রস্তুতি পর্বেই পেলেন চোট। তাতে ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচ থেকে ছিটকে গেলেন জার্মানির প্রথম পছন্দের গোলরক্ষক।

নয়ারের ক্লাব বায়ার্ন মিউনিখ বুধবার জানিয়েছে, জাতীয় দলের সঙ্গে অনুশীলনের সময় বাঁ ঊরুর পেশিতে চোট পেয়েছেন ৩৭ বছর বয়সী ফুটবলার।

বুন্ডেসলিগার ক্লাব কিংবা জার্মানি দলের পক্ষ থেকে নয়ার মাঠে ফেরার সম্ভাব্য সময়সীমা নিয়ে কিছুই জানানো হয়নি।

গত বিশ্বকাপের পর স্কি করতে গিয়ে দুর্ঘটনায় মারাত্মক চোট পান নয়ার। লম্বা সময় বাইরে থাকার পর ক্লাব ফুটবলে ফেরেন অভিজ্ঞ এই গোলরক্ষক। এবার জাতীয় দলের হয়েও খেলার আশায় ছিলেন তিনি, সেটা গুঁড়িয়ে গেল নতুন চোটে।

আগামী শনিবার ফ্রান্সের মুখোমুখি হবে জার্মানি। দুই দিন পর নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে তারা।

নয়ারের চোট বায়ার্নের জন্যও বড় ধাক্কা। বুন্ডেসলিগায় ৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে গত মৌসুমের চ্যাম্পিয়নরা। শীর্ষে থাকা বায়ার লেভারকুজেনের পয়েন্ট ৭০।

আন্তর্জাতিক বিরতির পর লিগ ম্যাচে আগামী ৩০ মার্চ বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে বায়ার্ন। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে আর্সেনালের বিপক্ষে খেলবে তারা আগামী ৯ এপ্রিল।