হারিকেনে ক্ষতিগ্রস্ত মেক্সিকোর শহর আকাপুলকোর সহায়তার জন্য গঠিত ত্রান তহবিলে জমা দেওয়া হবে এই অর্থ।
Published : 28 Feb 2024, 08:04 PM
গত বছরের অক্টোবরে হারিকেন ওটিসে ক্ষতিগ্রস্ত মেক্সিকোর শহর আকাপুলকো পুনর্গঠনে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন স্তেফানোস সিৎসিপাস। চলমান মেক্সিকো ওপেনে প্রতিটি ‘এইস’ মারার জন্য এক হাজার ডলার অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন গ্রিসের এই টেনিস তারকা।
মেক্সিকোর প্রশান্ত মহাসাগর উপকূলের পর্যটন শহর আকাপুলকোতে হারিকেন ওটিসের প্রভাবে নিহত হন অন্তত ৫০ জন মানুষ। ১ লাখ ৩০ হাজারের বেশি বাড়ি ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ ছাড়িয়ে যায় শতকোটি ডলার।
মেক্সিকো ওপেনের সামাজিক মাধ্যমের প্ল্যাটফর্মগুলোতে বুধবার পোস্ট করা ভিডিওতে অভিনব পদ্ধতিতে অনুদান দেওয়ার ঘোষণা দেন র্যাঙ্কিংয়ের ১২ নম্বর খেলোয়াড় সিৎসিপাস, “এই সপ্তাহে আমার মারা প্রতিটি এইসের জন্য এক হাজার ডলার অনুদান দিতে যাচ্ছি।”
এই অর্থ ক্ষতিগ্রস্ত আকাপুলকোর সহায়তার জন্য গঠিত ত্রান তহবিলে জমা দেওয়া হবে।
গত সোমবার শুরু হওয়া মেক্সিকো ওপেন চলবে আগামী শনিবার পর্যন্ত।