ইউনাইটেড শিবিরে হয়লুনকে হারানোর জোর ধাক্কা

পেশির চোট থেকে সেরে উঠতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগবে ডেনমার্কের এই ফরোয়ার্ডের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Feb 2024, 02:14 PM
Updated : 23 Feb 2024, 02:14 PM

মৌসুমের প্রথমভাগের অধারাবাহিকতা পেছনে ফেলে শীর্ষ চারে থেকে প্রিমিয়ার লিগ শেষ করার আশা জাগিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে, তাদের সেই সম্ভাবনায় এবার বড় এক চোট লেগেছে। চোট পেয়ে ছিটকে গেছেন দারুণ ছন্দে থাকা গাসমুস হয়লুন। 

ক্লাবের পক্ষ থেকে শুক্রবার জানানো হয়েছে, পেশির চোটে ভুগছেন ডেনমার্কের এই ফরোয়ার্ড। তার সেরে উঠতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগবে।

চলতি মৌসুমের শুরুতে আতালান্তা থেকে ওল্ড ট্র্যাফোর্ডে যোগ দেন হয়লুন। নতুন ঠিকানায় প্রথম গোল পেতে বেশ ভুগতে হয় তাতে। পড়েন সমালোচনার মুখে।

দীর্ঘ অপেক্ষার পর গত ডিসেম্বরের শেষ সপ্তাহে জালের দেখা পান তিনি। সেই থেকে প্রিমিয়ার লিগে টানা ৬ ম্যাচে গোল করেছেন ২১ বছর বয়সী ফরোয়ার্ড। এর মধ্যে জোড়া গোল করেন গত রোববার লুটন টাউনের বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের ম্যাচে।

সবশেষ চার ম্যাচ জিতে ২৫ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে ইউনাইটেড। চার নম্বরে থাকা অ্যাস্টন ভিলার চেয়ে ৫ পয়েন্টে পিছিয়ে আছে এরিক টেন হাগের দল।