শুরুর দিকে টানা তিন গোল করে ঊষা ক্রীড়া চক্রকে ম্যাচের নিয়ন্ত্রণ এনে দেন ভারতীয় খেলোয়াড় নিখিল নানদেয়াল পারদেশি।
Published : 29 Mar 2024, 06:58 PM
নয় মিনিটের মধ্যে হ্যাটট্রিক পূরণ করলেন নিখিল নানদেয়াল পারদেশি। পরে জালের দেখা পেলেন হাসান জুবায়ের নিলয়, আরশাদরা। প্রিমিয়ার ডিভিশন হকি লিগের ম্যাচে আজাদ স্পোর্টিংকে উড়িয়ে দিল ঊষা ক্রীড়া চক্র।
মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শুক্রবার ৭-০ গোলে জিতেছে ঊষা। চলতি আসরে নয় ম্যাচে এটি তাদের সপ্তম জয় পেল তারা। ২২ পয়েন্ট নিয়ে দলটি আছে টেবিলে আছে দ্বিতীয় স্থানে। ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আবাহনী কম খেলেছে এক ম্যাচ।
বড় জয়ের পথে ঊষার আর হ্যাটট্রিকের পথে নিখিলের যাত্রা শুরু অষ্টম মিনিটে; পেনাল্টি কর্নার থেকে লক্ষ্যভেদ করেন ভারতীয় এই খেলোয়াড়। দশম মিনিটে ব্যবধান দ্বিগুণের পর দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে পেনাল্টি কর্নার থেকেই হ্যাটট্রিক পূরন করেন নিখিল। ৩-০ স্কোরলাইনে ম্যাচের নিয়ন্ত্রণও মুঠোয় নেয় ঊষা।
২০তম মিনিটে ফিল্ড গোলে ব্যবধান বাড়ান রাজু আহমেদ তপু। এরপর নিলয়ের দুই ফিল্ড গোলে আজাদকে আরও কোণঠাসা করে ফেলে ঊষা। ৪৮তম মিনিটে আরশাদের লক্ষ্যভেদে নিশ্চিত হয়ে যায় দলটির সপ্তম জয়।
দিনের অন্য ম্যাচে দিলকুশা স্পোর্টিং ক্লাবকে ৪-২ গোলে হারিয়েছে সাধারণ বীমা। চলতি লিগে সাধারণ বীমার এটি চতুর্থ জয় এবং দিলকুশার অষ্টম হার। চলতি লিগে এখন পর্যন্ত দিলকুশাই একমাত্র দল, যারা পয়েন্টের খাতা খুলতে পারেনি এখনও।