চলতি মৌসুমে চুক্তির মেয়াদ শেষে ঠিকানা বদল করবেন অভিজ্ঞ ইংলিশ ডিফেন্ডার।
আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন বেলজিয়ামের অভিজ্ঞ মিডফিল্ডার অ্যালেক্স উইটসেল।
১৫ বছরের বেশি দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৩০টি ম্যাচ খেলেছেন উইটসেল। ২০১৮ বিশ্বকাপে তৃতীয় হওয়া বেলজিয়াম দলের সদস্য ছিলেন তিনি। কাতার বিশ্বকাপেও দলে ছিলেন ৩৪ বছর বয়সী এই ফুটবলার। গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলের তিনটি ম্যাচই খেলেন তিনি।
ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে গত শুক্রবার নিজের সিদ্ধান্ত জানান উইটসেল।
২০০৮ সালের মার্চ মাসে মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক হয় উইটসেলের। ওই ম্যাচেই নিজের প্রথম আন্তর্জাতিক গোল করেন তিনি। তার দল অবশ্য ম্যাচটি হেরে যায় ৪-১ গোলে।
ক্লাব পর্যায়ে গত গ্রীষ্মে আতলেতিকো মাদ্রিদে যোগ দেন উইটসেল। এর আগে তিনি খেলেছেন বেনফিকা, জেনিত সেন্ট পিটার্সবুর্গ, বরুশিয়া ডর্টমুন্ডের মতো ক্লাবে।