এটিপি ফাইনালসে গ্রুপের শেষ ম্যাচে দানিল মেদভেদেভকে সরাসরি সেটে হারিয়ে সেমি-ফাইনালে উঠেছেন কার্লোস আলকারাস।
Published : 18 Nov 2023, 03:24 PM
গ্রুপ পর্বের শেষ ম্যাচটি কার্লোস আলকারাসের জন্য হয়ে উঠল টিকে থাকার লড়াই। সেখানে চোখধাঁধানো পারফরম্যান্স উপহার দিলেন এই স্প্যানিয়ার্ড। দানিল মেদভেদেভকে সরাসরি সেটে হারিয়ে উঠলেন এটিপি ফাইনালসের সেমি-ফাইনালে।
র্যাঙ্কিংয়ের শীর্ষ আট খেলোয়াড়কে নিয়ে বছরের শেষ টেনিস টুর্নামেন্টটির এবারের আসর বসেছে ইতালির তুরিনে। লাল গ্রুপের শেষ ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত দুর্দান্ত খেলে শেষ চারে মেদভেদেভের সঙ্গী হয়েছেন ২০ বছর বয়সী আলকারাস।
আগেই সেমি-ফাইনাল নিশ্চিত করা তৃতীয় বাছাই মেদভেদেভ যে এদিন খারাপ খেলেছেন, তা কিন্তু নয়। এই রুশ তারকাও উপহার দিয়েছেন দারুণ পারফরম্যান্স; কিন্তু এদিনের আলকারাস ছিলেন যেন অজেয়। প্রতি সেটেই গুরুত্বপূর্ণ সময়ে প্রতিপক্ষের সার্ভিস ব্রেক করে ম্যাচের নিয়ন্ত্রণে নেন তিনি।
আসরে নিজের প্রথম ম্যাচে জার্মানির আলেক্সান্ডার জেভেরেভের বিপক্ষে হারের পরও লাল গ্রুপের সেরা হয়েছেন আলকারাস। ফাইনালে ওঠার লড়াইয়ে রোববার র্যাঙ্কিংয়ের দুই নম্বর আলকারাস খেলবেন শীর্ষ তারকা নোভাক জোকোভিচের বিপক্ষে।
আরেক সেমি-ফাইনালে লড়বেন র্যাঙ্কিংয়ের তিন নম্বর মেদভেদেভ ও চার নম্বর ইতালির ইয়ানিক সিনার।