এশিয়ান ইনডোরে হাই জাম্পে মাহফুজুরের ব্রোঞ্জ

চীনের প্রতিযোগী মা জিয়ার সমান উচ্চতায় লাফিয়েও ব্রোঞ্জ পেয়েছেন বাংলাদেশের এই অ্যাথলেট।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Feb 2024, 04:19 PM
Updated : 19 Feb 2024, 04:19 PM

জহির রায়হান রুপা এনে দেওয়ার পর আরেকটি পদক জয়ের উচ্ছ্বাস সঙ্গী হলো বাংলাদেশের। এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের হাই জাম্পে ব্রোঞ্জ পেয়েছেন মাহফুজুর রহমান।

ইরানের তেহরানে সোমবার হাই জাম্পে লড়াই জমেছিল বেশ। জাপানের দুই প্রতিযোগী সমান ২ দশমিক ১৯ মিটার উচ্চতায় লাফিয়ে জিতে নেন সোনা ও রুপার পদক।

মা জিয়া ও বাংলাদেশের মাহফুজুর- দুজনেই লাফান ২ দশমিক ১৫ মিটার উচ্চতায়। কিন্তু চীনের প্রতিযোগীর চেয়ে প্রচেষ্টার হিসেবে এগিয়ে থাকায় ব্রোঞ্জ জিতে নেন মাহফুজুর।

২ দশমিক ০৫ মিটার উচ্চতায় প্রথম লাফেই সফল হন মা জিয়া; তৃতীয় প্রচেষ্টায় সফল হন মাহফুজুর। কিন্তু ২ দশমিক ১০ মিটারে প্রথম প্রচেষ্টাতেই সফল মাহফুজুর। সেখানে মা জিয়া পারেন তৃতীয় প্রচেষ্টায়।

এরপর ২ দশমিক ১৫ মিটার উচ্চতায় দুজনেই উঠতে পারেন তৃতীয় প্রচেষ্টায়। সবশেষ ২ দশমিক ১৯ মিটার পার হতে পারেননি কেউ।

ফলে ২ দশমিক ১০ মিটারে প্রথম প্রচেষ্টাতে সফল হওয়া মাহফুজুরের হাতেই ওঠে ব্রোঞ্জের পদক।