ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ
২০০৮ থেকে ২০১২ সালের মধ্যে দুটি ইউরো ও একটি ফিফা বিশ্বকাপজয়ী স্পেন দলের সঙ্গে তুলনায় একদমই সায় দিতে চান না বর্তমান লুইস দে লা ফুয়েন্তে।
Published : 24 Jun 2024, 10:33 AM
এক ম্যাচ বাকি থাকতেই গ্রুপ পর্বের বাধা পেরিয়ে শেষ ষোলোতে নাম লিখিয়েছে স্পেন। দুই ম্যাচেই দাপুটে ফুটবল খেলেছে তারা। চার গোলের বিপরীতে হজম করেনি একটিও। তাই বলে এখনই অতীতের সফলতম দলের সঙ্গে তুলনায় যেতে চান না স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।
ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে উড়িয়ে ইউরো চ্যাম্পিয়নশিপে যাত্রা শুরু করে স্পেন। পরেরটিতে তারা ইতালির বিপক্ষে জেতে ১-০ গোলে। দ্বিতীয় ম্যাচটিতে গোল মাত্র একটি হলেও মাঠের ফুটবলে আজ্জুরিদের তেমন লড়াই করতেই দেয়নি দে লা ফুয়েন্তের দল।
পরপর দুই ম্যাচে ক্রোয়েশিয়া ও ইতালিকে হারানোর পর এখন অনেকেই শিরোপার দৌড়ে এগিয়ে রাখছে স্পেনকে। সবশেষ ২০১২ সালে ইউরো চ্যাম্পিয়ন হয় তারা। শাভি এর্নান্দেস, আন্দ্রেস ইনিয়েস্তা, সের্হিও রামোসদের নিয়ে গড়া ওই দল এর আগে ২০০৮ ইউরো ও ২০১০ ফিফা বিশ্বকাপের ট্রফিও ঘরে তোলে।
প্রায় এক যুগ পর এবার দারুণ শুরুর পর তাই আলোচনায় চলে আসছে সর্বজয়ী ওই স্পেন দলের কথা। তবে তাতে সায় দিতে নারাজ দে লা ফুয়েন্তে। আলবেনিয়ার বিপক্ষে ম্যাচের আগে বরং আরও উন্নতির কথা বললেন তিনি।
“(২০০৮-১২ সালের) ওই দলকে ছুঁতে আমাদের আরও অনেক পথ পাড়ি দিতে হবে। কারণ তারা একাধিক ইউরো জিতেছে।”
“আমাদের প্রায় সব ক্ষেত্রে উন্নতি করতে হবে। এটি হয়তো নেতিবাচক শোনায়। তবে উন্নতি করে যেতে হবে। প্রতিদিন এটিই আমাদের লক্ষ্য। ভালো খবর হলো উন্নতির অনেক জায়গা আছে। সম্ভবত অসীম অথবা হয়তো সীমা আছে। এটিই আমাদের আশাবাদী করে।”