দর্শকরা মাঠে আপত্তিকর শব্দ বা স্লোগান ব্যবহার করলে ফিফার নিষেধাজ্ঞা আসতে পারে, জানিয়ে রাখল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
Published : 04 Sep 2024, 05:58 PM
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে গ্যালারিতে দর্শকদের কোনো ধরনের আপত্তিকর ও বৈষম্যপূর্ণ স্লোগান দেওয়া থেকে বিরতে থাকতে অনুরোধ করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। অন্যথায় নিষেধাজ্ঞাও আসতে পারে।
সামাজিক মাধ্যমে এক বার্তায় দলের পক্ষ থেকে এই কথা জানানো হয়েছে।
রিভারপ্লেটের এস্তাদিও মাস মনুমেন্তালে বাংলাদেশ সময় শুক্রবার ভোরে চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা। ওই ম্যাচকে ঘিরেই মূলত বাড়তি সতর্কতা দেশটির ফুটবল অভিভাবক সংস্থার।
“যদি কোনো ধরনের আপত্তিকর অথবা বৈষম্যপূর্ণ স্লোগান দেওয়া হয়, তাহলে ঘরের মাঠে আর্জেন্টিনার পরবর্তী ম্যাচে দর্শক উপস্থিতি কমানোর শাস্তি দেবে ফিফা।”
চিলির বিপক্ষে ম্যাচে যদি এমন কোনো স্লোগান শোনা যায়, তাহলে বুয়েন্স এইরেসে আগামী ১৫ অক্টোবর বলিভিয়ার বিপক্ষে ম্যাচে দেওয়া হবে শাস্তি।
গত জুনে কলম্বিয়ার বিপক্ষে কোপা আমেরিকা ফাইনাল জয়ের পর এনসো ফের্নান্দেস একটি ভিডিও আপলোড করেন। যেখানে শোনা যায়, ফ্রান্সের আফ্রিকান বংশোদ্ভূত ফুটবলারদের বর্ণবাদী মন্তব্য করছেন তরুণ মিডফিল্ডার।
ওই ঘটনার পর ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের অভিযোগের ভিত্তিতে ইংলিশ ক্লাব ও চেলসি তদন্ত শুরু করে। নানান সমালোচনার পরেও সামাজিক মাধ্যমে ভক্তরা ওই ভিডিও নিয়ে মাতামাতি করতে থাকেন। তাই এবার আগেভাগে সতর্ক অবস্থানে বিশ্ব চ্যাম্পিয়নরা।
চিলি ম্যাচের পর আগামী মঙ্গলবার রাতে কলম্বিয়ার মাঠে খেলতে নামবে আর্জেন্টিনা। আপাতত ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লাতিন অঞ্চলের বাছাইয়ে শীর্ষস্থানে রয়েছে তারা।