ফেডারেশন কাপ
অধিনায়ক তপু বর্মনের দ্বিতীয়ার্ধের একমাত্র গোলে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছে ভ্যালেরি তিতের দল।
Published : 03 Dec 2024, 06:25 PM
আক্রমণভাগের কেউই ভাঙতে পারছিল না ব্রাদার্স ইউনিয়নের প্রতিরোধের দেয়াল। কঠিন সময়ে দলকে পথ দেখালেন অধিনায়ক তপু বর্মন। এই ডিফেন্ডারের গোলে জিতে ফেডারেশন কাপে শুভসূচনা করল বসুন্ধরা কিংস।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মঙ্গলবার ‘এ’ গ্রুপের ম্যাচে ব্রাদার্সের বিপক্ষে ১-০ গোলে জিতেছে প্রতিযোগিতার শিরোপাধারী ও তিনবারের চ্যাম্পিয়ন কিংস।
এই মাঠ খেলার জন্য কতটা উপযোগী, সে প্রশ্ন উঠেছিল আগেই। খেলা শুরুর পর দেখা যায়, দুই দলই খেলতে পারছিল না নিজেদের স্বাভাবিক খেলা। তারপরও নিজেদের রক্ষণ জমাট রেখে প্রথমার্ধ কাটিয়ে দিতে পারে ব্রাদার্স।
দ্বিতীয়ার্ধের শুরুতে কিংসের খেলায় গোলের প্রচেষ্টা বাড়ে। অবশেষে ৬৯তম মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মিগেল ফিগেইরা দামাশেনোর ক্রসে লাফিয়ে মাথা ছুঁইয়ে বল জালে জড়িয়ে দেন তপু।
ছন্দ ধরে রেখে নতুন মৌসুমেও জয়ের পথে ছুটছে কিংস। বাংলাদেশ চ্যালেঞ্জ কাপ জিতে মৌসুম শুরুর পর প্রিমিয়ার লিগে ভ্যালেরি তিতের দল নিজেদের প্রথম ম্যাচে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছিল চট্টগ্রাম আবাহনীকে। এবার ফেডারেশন কাপের মুকুট ধরে রাখার মিশনের শুরুতেও জয়ের হাসি সঙ্গী হলো তাদের।
দিনের অন্য ম্যাচে, ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে মুখোমুখি হয় বাংলাদেশ পুলিশ ও ফর্টিস এফসি। ‘বি’ গ্রুপের পথচলা দল দুটি শুরু করেছে গোলশূন্য ড্র দিয়ে।