উলভারহ্যাম্পটন না কেনায় বার্সায় ফিরলেন ত্রিনকাও

ধারের মেয়াদ শেষে ফ্রান্সিস্কো ত্রিনকাওকে পাকাপাকিভাবে দলে টানার সুযোগ ছিল উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের। কিন্তু সেই পথে হাঁটেনি প্রিমিয়ার লিগের দলটি। তাই ফের বার্সেলোনায় ফিরলেন পর্তুগিজ ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 July 2022, 12:08 PM
Updated : 4 July 2022, 12:08 PM

২২ বছর বয়সী ত্রিনকাও গত বছরের জুলাইয়ে এক বছরের জন্য ধারে উলভারহ্যাম্পটনে যোগ দেন। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, এ জন্য দলটির খরচ হয়েছিল ৫১ লাখ পাউন্ড।

চুক্তিপত্রে ধারের মেয়াদ শেষে ইংলিশ দলটি ত্রিনকাওকে পাকাপাকিভাবে কেনার সুযোগ রেখেছিল। এজন্য তাদের খরচ হতো ২ কোটি ৫০ লাখ পাউন্ড।

উলভারহ্যাম্পটনের হয়ে ২৮টি প্রিমিয়ার লিগ ম্যাচ খেলেছেন ত্রিনকাও। অবশ্য এর মধ্যে মাত্র ১৬ ম্যাচে ছিলেন শুরুর একাদশে। এই সময়ে দলটির হয়ে ২টি গোল করার পাশাপাশি করিয়েছেন দুটি।

২০২০ সালের জানুয়ারিতে পর্তুগিজ ক্লাব ব্রাগা থেকে ত্রিনকাওকে দলে নেয় বার্সেলোনা। কিন্তু প্রথম মৌসুমটা সেখানে মোটেও ভালো কাটেনি তার। দেখার বিষয়, এ দফায় কাম্প নউয়ে কেমন কাটে তার সময়।