‘লিভারপুলের শিরোপা কঠিন, তবে অসম্ভব নয়’
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 May 2022 03:50 PM BdST Updated: 18 May 2022 03:50 PM BdST
প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই শেষ রাউন্ডে নিতে পারলেও লিভারপুলকে ভাগ্যের দিকেও তাকিয়ে থাকতে হচ্ছে। নিজেদের কাজ ঠিকঠাক করার সঙ্গে ম্যানচেস্টার সিটির হোঁচট কামনা করতে হচ্ছে অ্যানফিল্ডের দলটিকে। সব মিলিয়ে লিভারপুলের জন্য শিরোপা জয়ের সমীকরণটা কঠিন। তবে দলটির কোচ ইয়ুর্গেন ক্লপ বিশ্বাস হারাচ্ছেন না। পথটা মসৃন না হলেও অসম্ভব নয় বলেই মনে করেন তিনি।
সাউথ্যাম্পটনের মাঠে মঙ্গলবার পিছিয়ে পড়েও ২-১ গোলে জয় তুলে নেওয়া লিভারপুল ৩৭ ম্যাচে ৮৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে। এক পয়েন্ট বেশি নিয়ে ম্যানচেস্টার সিটি শীর্ষে।
আগামী রোববার লিভারপুল ঘরের মাঠে খেলবে উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের বিপক্ষে। একই সময়ে পেপ গুয়ার্দিওলার দল মুখোমুখি হবে অ্যাস্টন ভিলার।
নিজেদের ম্যাচে জিতে গেলেই শিরোপা ঘরে তুলবে সিটি। পাঁচ বছরের মধ্যে যা হবে তাদের চতুর্থ লিগ শিরোপা।
তবে সিটি পয়েন্ট হারালে লিভারপুলের সামনে খুলে যাবে দুয়ার। সেক্ষেত্রে উলভসের বিপক্ষে জিতলে মৌসুমে তৃতীয় শিরোপা জয়ের আনন্দে মাতবে তারা।
সিটির প্রতিপক্ষ অ্যাস্টন ভিলাকে চার দিনের ব্যবধানে দুটি ম্যাচ খেলতে হবে। লিভারপুলের সাবেক অধিনায়ক স্টিভেন জেরার্ডের দল বৃহস্পতিবার খেলবে তলানির দল বার্নলির বিপক্ষে।
সব মিলিয়ে শিরোপার প্রশ্নে ক্লপ কঠিন সমীকরণের কথাই মনে করিয়ে দিলেন।
“এটা সম্ভব, বেশ কঠিন হলেও সম্ভব। এতটুকু বলাই যথেষ্ট। আমাদের যদি কেউ চ্যাম্পিয়ন দেখতে চায়, তাহলে আমাদের প্রথমে জিততে হবে এবং সিটির বিপক্ষে অ্যাস্টন ভিলাকে পয়েন্ট পেতে হবে।”
“সবাই জানি যে আমরা কখনো হাল ছাড়ি না। আমরা চেষ্টা করে দেখব। ঘরের মাঠে খেলা, মৌসুমের শেষ হোম ম্যাচ। পরিবেশটা (গ্যালারির) অসাধারণ হতে হবে। আর তা আমরা কাজে লাগানোর চেষ্টা করব। আমাদের নিজেদের কাজ করতে হবে।”
অ্যাস্টন ভিলার জন্য সিটির বিপক্ষে পয়েন্ট আদায় করা যে কঠিন, সেই বাস্তবতাও তুলে ধরলেন ক্লপ।
“অবশ্যই এটি খুব কঠিন, কারণ সিটি অ্যাস্টন ভিলার বিপক্ষে ঘরের মাঠে খেলবে, যারা কিনা বৃহস্পতিবারও খেলবে। বার্নলির বিপক্ষে তাদের (অ্যাস্টন ভিলা) ম্যাচটা কঠিন হবে, কারণ তারা (বার্নলি) টিকে থাকার জন্য লড়ছে।”
-
বীরোচিত জয়ের পরও সেমিতে খেলা নিয়ে শঙ্কায় নাদাল
-
রেকর্ড দর্শকের সামনে ইংল্যান্ডের কষ্টের জয়
-
অসাধারণ প্রত্যাবর্তনে ফ্রিটজের স্বপ্ন গুঁড়িয়ে সেমিতে নাদাল
-
টিভিতে আজ
-
দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
-
ব্যালন ডি'অরের প্রশ্নে ভিনিসিউস বললেন, 'ঈশ্বর চাইলে একদিন হবে'
-
ইতিহাস গড়ে সেমিতে হালেপের সামনে রিবাকিনা
-
শাভির কোচিংয়ে খেলতেই বার্সায় কেসিয়ে
সর্বাধিক পঠিত
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শাস্তি পেল বাংলাদেশ দল
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- ‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
- দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
- এবার লঞ্চে মোটরবাইক তোলা নিষিদ্ধ
- নূপুর শর্মার ‘শিরশ্ছেদের উসকানি’, আজমীর শরীফের খাদেম গ্রেপ্তার