চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলতে ‘প্রস্তুত’ আলাবা

মৌসুমের শেষ পর্যায়ে একে একে চোট থেকে সেরে উঠছেন খেলোয়াড়রা। চ‍্যাম্পিয়ন্স লিগের মহাগুরুত্বপূর্ণ ফাইনালের আগে পুরো স্কোয়াড থেকেই একাদশ বেছে নেওয়ার সুযোগ পেতে পারেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 May 2022, 05:37 PM
Updated : 17 May 2022, 05:43 PM

চোট কাটিয়ে পুরো দমে অনুশীলন শুরু করেছেন অভিজ্ঞ ডিফেন্ডার ডাভিড আলাবা। ইউরোপ সেরার মঞ্চে ম্যানচেস্টার সিটির বিপক্ষে সেমি-ফাইনাল লড়াইয়ের প্রথম লেগে ডান পায়ে চোট পান তিনি। বিরতির সময় তুলে নেওয়া হয় তাকে।

এরপর থেকেই মাঠের বাইরে আছেন এই অস্ট্রিয়ান তারকা। মাঝে তাকে দলের সঙ্গে দেখা গিয়েছিল রিয়ালের লা লিগা জয়ের উদযাপনে।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলন করেছেন আলাবা। লিগে আগামী শুক্রবার শেষ রাউন্ডে রিয়াল মাদ্রিদ খেলবে রিয়াল বেতিসের বিপক্ষে। ওই ম্যাচে সাবেক বায়ার্ন মিউনিখ সেন্টার ব্যাকের খেলা এখনও নিশ্চিত নয়।

তবে আগামী ২৮ মে লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলতে পারেন আলাবা।