ইপিএলের মৌসুম সেরার লড়াইয়ে সালাহ-ডে ব্রুইনে
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 13 May 2022 10:27 PM BdST Updated: 14 May 2022 02:08 PM BdST
দারুণ একটি মৌসুম কাটাচ্ছেন দুজনই। তাদের নৈপুণ্যে ভর করে দলও পাচ্ছে সাফল্য। দ্যুতিময় পারফরম্যান্সে প্রিমিয়ার লিগের মৌসুম সেরা খেলোয়াড়ের পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন লিভারপুল ফরোয়ার্ড মোহামেদ সালাহ ও ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার কেভিন ডে ব্রুইনে।
প্রিমিয়ার লিগের ওয়েবসাইটে এক বিবৃতিতে শুক্রবার ২০২১-২২ মৌসুমের সেরা খেলোয়াড়ের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়েছে। সেরার লড়াইয়ে সালাহ ও ডে ব্রুইনের সঙ্গে আছেন আরও ৬ জন।
মনোনয়ন পাওয়া বাকিরা হলেন- ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড (লিভারপুল), জোয়াও কানসেলো (ম্যানচেস্টার সিটি), জার্ড বোয়েন (ওয়েস্ট হ্যাম), বুকায়ো সাকা (আর্সেনাল), সন হিউং-মিন (টটেনহ্যাম হটস্পার) ও জেমস ওয়ার্ড-প্রোস (সাউথ্যাম্পটন)।
লিগে এখন পর্যন্ত ২২ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে আছেন সালাহ। সঙ্গে অবদান রেখেছেন ১৩ গোলে। ডে ব্রুইনের গোল ১৫টি, সর্বোচ্চ গোলস্কোরারের তালিকায় তিনি আছেন চার নম্বরে। বেলজিয়ান তারকা সতীর্থদের দিয়ে করিয়েছেন ৭ গোল।
সালাহ ও ডে ব্রুইনে দুজনই আগে প্রিমিয়ার লিগের মৌসুম সেরা খেলোয়াড়ের খেতাব জিতেছেন। সালাহ জিতেছিলেন ২০১৭-১৮ মৌসুমে, ডে ব্রুইনে ২০১৯-২০ মৌসুমে।
গত মৌসুমে পুরস্কারটি জেতেন ডে ব্রুইনের ক্লাব সতীর্থ ডিফেন্ডার রুবেন দিয়াস।
-
রেঞ্জার্সের অপেক্ষা বাড়িয়ে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন আইনট্রাখট
-
টিভিতে আজ
-
কলকাতায় মারোংয়ের গোলে শুভসূচনা কিংসের
-
যেভাবে শেষ হয়ে যায় আগুয়েরোর ক্যারিয়ার
-
‘জিকো-ইব্রাহিমদের চ্যালেঞ্জ জানানোর মতো খেলোয়াড় ক্যাম্পে আছে’
-
ফাইনাল দেখতে এসে মারামারি করে গ্রেফতার ৫
-
‘লিভারপুলের শিরোপা কঠিন, তবে অসম্ভব নয়’
-
লিভারপুলের জয়ে শিরোপা লড়াই গড়াল শেষ রাউন্ডে
সর্বাধিক পঠিত
- শেষ বেলার ২ উইকেটে এগিয়ে বাংলাদেশ
- ফেনীতে গাড়ি তল্লাশি নিয়ে র্যাব-পুলিশের ‘হাতাহাতি’, আহত ৪
- বিদায়ের ইঙ্গিত দিলেন স্ত্রী, মুশফিক বললেন ‘এমন ভাবনা নেই’
- ‘বাংলাদেশে আসলে অভিজ্ঞতার দাম নেই’
- ‘মাদ্রিদে আসছেন এমবাপে’ ঘোষণার অপেক্ষায় রিয়াল
- লিভারপুলের জয়ে শিরোপা লড়াই গড়াল শেষ রাউন্ডে
- নয় সচিব পদে রদবদল, পদোন্নতি
- আমদানি নির্ভরতা কমাতে সরকারের ভাবনায় রাইস ব্র্যান ও সরিষার তেল
- ‘সালিশে ক্ষুব্ধ’: চেয়ারম্যানের ছেলেকে ‘হত্যার পর আত্মহত্যা’
- মেদ ঝরাতে অস্ত্রোপচারে গিয়ে মৃত্যু হল অভিনেত্রীর