শঙ্কা কাটিয়ে জয়ে ফিরল মোহামেডান

৩ গোলে এগিয়ে অনায়াস জয়ের পথেই ছিল মোহামেডান। প্রথমার্ধের শেষ দিকে তারা ১০ জনের দলে পরিণত হলে ঘুরে দাড়ায় স্বাধীনতা ক্রীড়া সংঘ। ২ গোল শোধ করে জমিয়ে তুলে ম‍্যাচ। তবে শেষ পর্যন্ত পেরে ওঠেনি তারা। শঙ্কা কাটিয়ে জয়ের খুশিতেই মাঠ ছাড়ে মোহামেডান।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 May 2022, 02:53 PM
Updated : 1 May 2022, 02:53 PM

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে রোববার প্রিমিয়ার লিগ ফুটবলে স্বাধীনতাক ক্রীড়া সংঘকে ৩-২ গোলে হারিয়েছে মোহামেডান। জোড়া গোল করেছেন নাইজেরিয়ান ওবি মোনেকে। অন্য গোলটি শাহেদ মিয়ার।

শেষ দিকে স্বাধীনতার পক্ষে গোল দুটি করেন রাসেল আহমেদ ও বিশাল দাস।

আগের ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্রের সঙ্গে ড্র করা মোহামেডান টেবিলে ষষ্ঠ স্থানেই রইল। ১৩ ম্যাচে ৫ জয় ও ৬ ড্রয়ে ২১ পয়েন্ট সাদা-কালো জার্সিধারীদের।

তাদের সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে এগিয়ে থাকায় পঞ্চম স্থানে সাইফ স্পোর্টিং। ৬ পয়েন্ট নিয়ে স্বাধীনতার অবস্থান তলানিতে।

প্রথম পর্বে স্বাধীনতা ক্রীড়া সংঘকে ১-০ গোলে হারিয়েছিল মোহামেডান। সেদিন অবশ্য অনেকটা সময়ই প্রতিপক্ষকে আটকে রেখেছিল প্রিমিয়ার লিগের নবাগত দলটি।

এদিন দ্বাদশ মিনিটেই দলকে এগিয়ে নেন মোনেকে। ৩৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ৪১তম মিনিটে শাহেদ জাল খুঁজে নিলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় মোহামেডান।

কিন্তু এর দুই মিনিট পরই ধাক্কা। দ্বিতীয় হলুদ কার্ড দেখেন ফরহাদ মিয়া। দশ জন নিয়েও মোহামেডান অবশ্য ৮৫ মিনিট পর্যন্ত ৩-০ লিড ধরে রাখে।

৮৬তম মিনিটে রাসেল এবং তিন মিনিট পর বিশাল ব্যবধান কমিয়ে ম্যাচে উত্তেজনা ছড়ান।

পরে অবশ্য আর কোনো গোল পায়নি স্বাধীনতা। তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে মোহামেডান।

১৩তম রাউন্ডের খেলা শেষে সোমবার থেকে লিগে ঈদুল ফিতরের ফিরতি। ৭ মে থেকে ফের লিগ মাঠে গড়াবে।