ফাইনালে লিভারপুলের সামনে চেলসি

প্রথমার্ধের বিবর্ণতা কাটিয়ে বিরতির পর চেলসি উপহার দিল উজ্জীবিত পারফরম্যান্স। ১১ মিনিটের মধ্যে করল দুই গোল। ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো এফএ কাপের ফাইনালে উঠল স্ট্যামফোর্ড ব্রিজের দলটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2022, 05:28 PM
Updated : 17 April 2022, 05:56 PM

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে রোববার সেমি-ফাইনালে ২-০ গোলে জিতেছে টমাস টুখেলের দল। রুবেন লোফ্টাস-চিক দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান ম্যাসন মাউন্ট।

একই মাঠে আগামী ১৪ মে শিরোপা লড়াইয়ে চেলসি লড়বে লিভারপুলের বিপক্ষে। আগের দিন শেষ চারের আরেক ম্যাচে ম্যানচেস্টার সিটিকে ৩-২ গোলে হারিয়ে ২০১২ সালের পর প্রথমবার দেড়শ বছর পুরনো প্রতিযোগিতাটির ফাইনালে ওঠে অ্যানফিল্ডের দলটি।

প্রথমার্ধে কোনো দলের আক্রমণেই ধার ছিল না। এই সময়ে দুই দলই স্রেফ একটি করে শট লক্ষ্যে রাখতে পারে।

২৪তম মিনিটে দূর থেকে কাই হাভার্টজের প্রচেষ্টা ঠেকাতে কোনো সমস্যা হয়নি ক্রিস্টাল প্যালেস গোলরক্ষকের।

৩৬তম মিনিটে সেকু কুইয়াতের জোরাল ভলি চেলসি গোলরক্ষক এদুয়াঁ মঁদি ঝাঁপিয়ে ঠেকালেও বিপদমুক্ত করতে পারেননি। কাছ থেকে হোয়াকিম অ্যান্ডারসেনের শট পোস্টে লাগে। যদিও অফসাইডের পতাকা তোলেন লাইন্সম্যান।

অবশেষে ৬৫তম মিনিটে ‘ডেডলক’ ভাঙে। ডান দিকের বাইলাইনের কাছাকাছি থেকে হাভার্টজের কাটব্যাক প্যালেসের এক ডিফেন্ডারের পায়ে লেগে পেয়ে যান লোফ্টাস-চিক। জোরাল ভলিতে বল জালে পাঠান এই ইংলিশ মিডফিল্ডার।

৭৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ম্যাউন্ট। টিমো ভেরনারের পাস ডি-বক্সে পেয়ে একটু এগিয়ে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন তিনি।

দ্বিতীয়ার্ধে বদলি নামা রোমেলু লুকাকুর শেষ দিকের প্রচেষ্টা পোস্টে লাগায় ব্যবধান আর বাড়েনি।

এফএ কাপের গত দুই আসরের ফাইনালে হেরেছিল চেলসি। এবার চিত্র বদলাবে তাদের? জবাব মিলবে আগামী মাসে।