মেসির সমালোচনা মানতে পারছেন না পিএসজি কোচ
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Feb 2022 09:11 PM BdST Updated: 27 Feb 2022 09:11 PM BdST
সুযোগ তৈরি করছেন, গোলে অবদান রাখছেন, এ পর্যন্ত ঠিকই আছে। কিন্তু লিওনেল মেসি মানে তো স্রেফ খেলা গড়ে দেওয়াই নয়, জাল পর্যন্ত বল নেওয়াও। সেই কাজটা পিএসজিতে ঠিক নিজের মান অনুযায়ী করতে পারছেন না আর্জেন্টাইন ফরোয়ার্ড। তবে কেবল এ কারণে মেসির সমালোচনা হবে, তা মানতে পারছেন না পিএসজি কোচ মাওরিসিও পচেত্তিনো।
লিগ ওয়ানে সাঁত এতিয়েনের বিপক্ষে শনিবার রাতের ম্যাচে গোল না পেলেও দুর্দান্ত ফুটবল উপহার দেন মেসি। অবদান রাখেন কিলিয়ান এমবাপের দুটি গোলেই। স্বদেশি তারকার এমন পারফরম্যান্সের পর পিএসজি কোচ পচেত্তিনো বললেন, রেকর্ড সাতবারের ব্যালন ডি'অর জয়ীকে নিয়ে কেন বিতর্ক হয়, বুঝতেই পারছেন না তিনি।
বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক চুকিয়ে গত অগাস্টে পিএসজিতে যোগ দেন মেসি। নতুন ঠিকানায় শুরুতে যেন নিজেকে খুঁজে পাচ্ছিলেন না তিনি। সময়ের সঙ্গে ছন্দ ফিরে পেতে শুরু করেছেন বটে, তবে হতে পারছেন না ধারাবাহিক।
সাঁত এতিয়েনের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয়ের ম্যাচে প্রথমার্ধের শেষ দিকে মেসির দারুণ পাস থেকে গোল করেন এমবাপে। দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে আবারও দেখা যায় তাদের ঝলক। ডি-বক্সে প্রতিপক্ষের দুই জনকে কাটিয়ে মেসি বাড়ানো পাস থেকে দলকে এগিয়ে নেন এমবাপেকে।

পিএসজির হয়ে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ২৩ ম্যাচ খেলা মেসি গোল করেছেন কেবল ৭টি। তার নামের পাশে যা বেমানান। যেখানে বার্সেলোনায় শেষ মৌসুমেও লা লিগায় সর্বোচ্চ ৩০ বার জালের দেখা পেয়েছিলেন ৩৪ বছর বয়সী ফুটবলার।
নিজে গোল না পেলেও ম্যাচের পর ম্যাচে অ্যাসিস্ট ঠিকই করে যাচ্ছেন মেসি। চলতি বছর ইউরোপের শীর্ষ পাঁচ লিগ মিলিয়ে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ৬টি অ্যাসিস্ট তার।
তবে আগের মতো গোল যে করতে পারছেন না মেসি, সেটা নিয়েই প্রশ্ন উঠছে বারবার। এ প্রসঙ্গে ফরাসি টেলিভিশন চ্যানেল কানাল প্লাসে পচেত্তিনো বলেন, ইতিহাসের সেরা ফুটবলারদের একজনকে নিয়ে এত কথার কোনো মানেই খুঁজে পান না তিনি।
“আমি বুঝতে পারছি না, কিভাবে মেসিকে নিয়ে এত সমালোচনা হয়। সে ব্যতিক্রমী একজন। তাকে নিয়ে কোনো বিতর্ক হতে পারে না। কখনোই ঠিক না।”
“মেসি অবিশ্বাস্য, দুর্দান্ত একজন ফুটবলার। সে খুবই ভালো খেলেছে এবং ম্যাচে একমাত্র তার যে ঘাটতি, সেটা হলো একটি গোল।”
২৬ ম্যাচে ১৯ জয় ও ৫ ড্রয়ে ৬২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষে আছে পিএসজি। সমান ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে দুইয়ে নিস। তাদের সমান পয়েন্ট নিয়ে তিনে আছে মার্সেই। এক ম্যাচ কম খেলেছে তারা।
-
নেদারল্যান্ডসের মালাসিয়াকে দলে টানল ইউনাইটেড
-
ফ্রি ট্রান্সফারে এসি মিলানে ওরিগি
-
এক ম্যাচ নিষিদ্ধ ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিশার্লিসন
-
পিএসজির নতুন কোচ গালতিয়ে
-
ভাঙল পিএসজি-পচেত্তিনো জুটি
-
ধর্ষণের অভিযোগে প্রিমিয়ার লিগের আরেক ফুটবলার গ্রেপ্তার
-
সাবেক টটেনহ্যাম কোচ নুনো এবার সৌদি ক্লাবের দায়িত্বে
-
গুঞ্জনের মধ্যে ম্যানইউয়ের অনুশীলনে অনুপস্থিত রোনালদো
সর্বাধিক পঠিত
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- পিএসজির নতুন কোচ গালতিয়ে
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
- পদ্মা সেতুর পর যাত্রী হারিয়েছে খুলনার ট্রেন, নেই ‘ঈদ স্পেশাল’
- ‘ট্রিপল’ কীর্তিতে সোবার্স, ক্যালিস, বোথামদের পাশে অ্যান্ডারসন