ইউনাইটেড থেকে ধারে সেভিয়াতে মার্সিয়াল
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Jan 2022 03:01 PM BdST Updated: 26 Jan 2022 08:02 PM BdST
-
মৌসুমের বাকি সময়টার জন্য মার্সিয়াল হয়ে গেলেন সেভিয়ার। ছবি: সেভিয়া।
তারকা ফরোয়ার্ডদের ভীড়ে দলে জায়গা হয়ে পড়েছিল অনিশ্চিত। অঁতনি মার্সিয়ালের ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার গুঞ্জন তাই বাড়ছিল বেশ কিছুদিন ধরেই। শেষ পর্যন্ত মৌসুমের বাকি অংশের জন্য ধারে স্প্যানিশ ক্লাব সেভিয়াতে যোগ দিলেন এই ফরাসি ফরোয়ার্ড।
ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে মঙ্গলবার মার্সিয়ালের সঙ্গে চুক্তির কথা জানায় সেভিয়া।
চলতি মৌসুমের শুরু থেকেই ইউনাইটেডে জায়গা অনিয়মিত হয়ে পড়ে মার্সিয়ালের। সব প্রতিযোগিতা মিলিয়ে এবার মাত্র দুটি ম্যাচে ছিলেন শুরুর একাদশে। সবশেষ তাদের হয়ে মাঠে নামেন প্রিমিয়ার লিগে গত শনিবার ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে বদলি হিসেবে।
২০১৫-১৬ মৌসুমে ইউনাইটেডে যোগ দেওয়ার পর সব প্রতিযোগিতা মিলিয়ে ২৬৯ ম্যাচে ৭৯টি গোল করেছেন ২৬ বছর বয়সী ফরোয়ার্ড। তবে এই মৌসুমে তার জায়গা হয়ে পড়ে নড়বড়ে।
সবশেষ ম্যাচের পর যদিও তার প্রশংসা করেছিলেন অন্তর্বর্তীকালীন কোচ রালফ রাংনিক। তবে মার্সিয়াল ক্লাব ছাড়ার ইচ্ছা পরিষ্কার করেই দেন। এই মাসের শুরুর দিকে রাংনিক বলেছিলেন, অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচে স্কোয়াডে থাকতে অস্বীকৃতি জানিয়েছেন মার্সিয়াল। তবে কোচের দাবি অস্বীকার করেন এই ফুটবলার।
লা লিগায় ২২ ম্যাচে ১৩ জয় ও ৭ ড্রয়ে ৪৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে সেভিয়া। সমান ম্যাচে ৫০ নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ।
সর্বাধিক পঠিত
- শিক্ষক হতে এসে ফিরলেন তারা লাশ হয়ে
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- ‘এভারটনের ইতিহাসে এটা বিশেষ রাত’
- চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!