হাড্ডাহাড্ডি লড়াইয়ে শাপোভালোভকে হারিয়ে সেমিতে নাদাল
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Jan 2022 03:49 PM BdST Updated: 25 Jan 2022 03:49 PM BdST
একেতো কঠিন কন্ডিশন, তারওপর শরীর বেকে বসেছিল। এর মাঝে দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলেন দেনিস শাপোভালোভ। পাঁচ সেটের নাটকীয় লড়াইয়ে শেষ পর্যন্ত সব বাধা পেরিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের সেমি-ফাইনালে উঠলেন রাফায়েল নাদাল।
মেলবোর্নের রড লেভার অ্যারেনায় মঙ্গলবার কোয়ার্টার-ফাইনালে প্রথম দুই সেটে সহজ জয়ের সম্ভাবনা জাগান নাদাল। তবে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান শাপোভালোভ। শেষ সেটে আবারও স্বরূপে ফিরে কানাডার প্রতিপক্ষকে ৬-৩, ৬-৪, ৪-৬, ৩-৬, ৬-৩ গেমে হারিয়ে দেন ২০ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী।
বছরের প্রথম এই গ্র্যান্ড স্ল্যামে একবারই চ্যাম্পিয়ন হয়েছেন নাদাল, ২০০৯ সালে। এখানে দ্বিতীয় শিরোপা এবং রেকর্ড গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্যে এগিয়ে চলা স্প্যানিশ তারকাকে ম্যাচ চলাকালীন চিকিৎসা নিতে হয়। ধারণা করা হচ্ছে, পেটের সমস্যায় ভুগছিলেন তিনি।

দীর্ঘ সময়ের দুই প্রতিপক্ষের অনুপস্থিতিতে রেকর্ডটা একার করে নেওয়ার জন্য আর মাত্র দুটি জয় চাই নাদালের। ফাইনালে ওঠার লড়াইয়ে মাত্তেও বেরেত্তিনি কিংবা গায়েল মঁফিসের মুখোমুখি হবেন ৩৫ বছর বয়সী তারকা।
মেলবোর্নের ৩০ ডিগ্রি সেলসিয়াসে কঠিন লড়াইয়ের পর নাদাল বলেন, তিনি ‘জানেন না’ কিভাবে শাপোভালোভের বিপক্ষে জিতলেন।

“তৃতীয়টির (সেটের) শুরুতে আমার সুযোগ ছিল, আমি তা কাজে লাগাতে পারিনি। এরপর একটু বেশি ক্লান্ত বোধ করতে শুরু করি এবং সে (শাপোভালোভ) আমাকে পেছনে ফেলে দেয়।”
দীর্ঘ চোটে পাঁচ মাস পর এই টুর্নামেন্ট দিয়েই গ্র্যান্ড স্ল্যামে ফেরেন নাদাল। চলতি মাসেই মেলবোর্ন সামার সেট জিতে প্রস্তুতিটাও বেশ ভালো হয় সাবেক এই নাম্বার ওয়ানের। পরের ম্যাচে জিতলে অস্ট্রেলিয়ার ওপেনে ষষ্ঠবারের মতো ফাইনালে উঠবেন ‘ক্লে কোর্টের রাজা’ খ্যাত নাদাল।
-
ফাইনালের একাদশ ঠিক করে ফেলেছেন আনচেলত্তি
-
টিভিতে আজ
-
পেশাদার বক্সিং: নেপালের ভারতকে হারিয়ে সেরা বাংলাদেশের আল আমিন
-
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছে বার্সেলোনা
-
কাবরেরার ‘কনসেপ্ট’ একই, ‘টেকনিক’ ভিন্ন
-
বেনজেমা ফেরায় জায়গা হলো না জিরুদের
-
কাতার বিশ্বকাপে থাকছে নারী রেফারি
-
প্রস্তুতি ম্যাচে ইন্দোনেশিয়াকে হারাল বাংলাদেশ হকি দল
সর্বাধিক পঠিত
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- ভূমি সংস্কারে নতুন আইন, জমি রাখা যাবে ৬০ বিঘা
- তাইজুলের দারুণ লড়াইয়ের পরও ড্র চট্টগ্রাম টেস্ট
- একুশের গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর চিরবিদায়
- কুমিল্লার সাক্কুকে বিএনপি থেকে ‘চিরতরে’ বহিষ্কার
- বেনজেমা ফেরায় জায়গা হলো না জিরুদের
- অবশেষে নায়ক কোহলি, টিকে রইল বেঙ্গালোর
- ‘দল আমার কাছে অনেক কিছু চায়, আমাকে মূল্যবান মনে করে’
- ভুল করে ইরাক আক্রমণকে ‘অযৌক্তিক’ বললেন জর্জ বুশ
- লিটন ও তামিম যদি পরপর আউট না হতেন…