বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম দিয়ে টেনিস থেকে অবসরের পরিকল্পনা করেছেন সেরেনা উইলিয়ামস।
বাংলাদেশ আর্মি স্টেডিয়ামের ট্র্যাকে সোমবার শহীদ শেখ কামাল ৪৫তম জাতীয় অ্যাথলেটিক্সে ১০০ মিটারে ইমরানুর দৌড় শেষ করেন ১০ দশমিক ৫০ সেকেন্ডে। সেরা হওয়ার পথে ২১ বছরের পুরান রেকর্ডও ভেঙেছেন বাংলাদেশ সেনাবাহিনীর এই অ্যাথলেট। জাতীয় অ্যাথলেটিক্সে আগের রেকর্ডটি ১৯৯৯ সালে মাহবুব আলম গড়েছিলেন ১০ দশমিক ৫৪ সেকেন্ড সময় নিয়ে।
মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে মুকুট ধরে রাখতে পারেননি শিরিন আক্তার; ১২ দশমিক ৩৬ সেকেন্ড টাইমিং করে রুপা পেয়েছেন নৌবাহনীর এই অ্যাথলেট। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির সুমাইয়া ১২ দশমিক ৩২ সেকেন্ড টাইমিং করে জিতেছেন দ্রুততম মানবীর মুকুট।
এই ইভেন্টে জাতীয় অ্যাথলেটিক্স ও জাতীয় সামার অ্যাথলেটিক্স মিলিয়ে টানা ১১ বার দ্রুততম মানবীর মুকুট জিতেছিলেন শিরিন।