চেলসি ম্যাচে কোচ ক্লপকেও পাচ্ছে না লিভারপুল

কোভিড পরীক্ষায় পজিটিভ ফল আসায় চেলসির বিপক্ষে আসছে ম্যাচে লিভারপুলের ডাগআউটে থাকতে পারবেন না কোচ ইয়ুর্গেন ক্লপ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Jan 2022, 05:07 PM
Updated : 1 Jan 2022, 05:07 PM

প্রিমিয়ার লিগে রোববার বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় চেলসির স্ট্যামফোর্ড ব্রিজে খেলতে নামবে লিভারপুল। আগের দিন ক্লাবটি ক্লপের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানায়। তার মাঝে রোগটির হালকা উপসর্গ রয়েছে এবং এখন তিনি আইসোলেশনে আছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে।

ক্লপের জায়গায় ম্যাচটিতে লিভারপুলের ডাগআউঠে থাকবেন তার সহকারী পেপ লিনডার্স।

গত শুক্রবার সংবাদ সম্মেলনে দলের তিন জন খেলোয়াড় ও কয়েকজন স্টাফ কোভিডে আক্রান্ত বলে জানিয়েছিলেন ক্লপ। এরপর সবার ওপর করানো পরীক্ষায় তার শরীরে ভাইরাসটি শনাক্ত হলো। বাকিদের আর কেউ প্রাণঘাতী রোগটিতে আক্রান্ত নন বলেও জানানো হয়েছে।

দলটির ভার্জিল ফন ডাইক, থিয়াগো আলকান্তারা, ফাবিনিয়ো ও কার্টিস জোনস এর আগে কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হয়েছিলেন। আইসোলেশন থেকে এই সপ্তাহের শুরুতেই অনুশীলনে ফেরেন তারা।

১৯ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে লিগে তৃতীয় স্থানে আছে লিভারপুল। ১ পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে এক ম্যাচ বেশি খেলা চেলসি।

২১ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি।