কিংস সভাপতিকে বাফুফের নোটিশ

বসুন্ধরা কিংস সভাপতি ইমরুল হাসানকে দুটি নোটিশ পাঠিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকার ইস্যুতে একটি এবং অন্যটি ফেডারেশন কাপের উদ্বোধনী ম্যাচে কিংসের খেলতে না আসা নিয়ে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Dec 2021, 06:04 PM
Updated : 25 Dec 2021, 06:04 PM

শনিবার বাফুফের পাঠানো চিঠিতে লেখা হয়েছে, ‘কোনো একটি বিশেষ ক্লাবকে সুবিধা দিতেই এ সব কিছু করা হয়েছে’ বলে আপনি যে মন্তব্য করেছেন, তা সত্য নয় এবং তা চলমান ‘বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপ ২০২১’ এর বাইলজের লঙ্ঘন।

ওই সাক্ষাৎকারের বিষয়ে ইমরুলের কাছে লিখিত জবাব চেয়েছে বাফুফে এবং বিষয়টি ডিসিপ্লিনারি কমিটির কাছে পাঠানো হবে বলেও জানিয়েছে ঘরোয়া ফুটবলের নিয়ন্তা সংস্থাটি।

কিংস সভাপতি ইমরুল বাফুফের সহ-সভাপতিও।

শনিবার ফেডারেশন কাপের উদ্বোধনী দিনে ম্যাচ ছিল দুটি। কোনোটিই শেষ পর্যন্ত মাঠে গড়ায়িন।

প্রথম ম‍্যাচে বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ ছিল স্বাধীনতা ক্রীড়া সংঘ। পরের ম‍্যাচে আবাহনী লিমিটেডের মুখোমুখি হওয়ার কথা ছিল উত্তর বারিধারার। স্বাধীনতা সংঘ ও আবাহনী মাঠে এলেও অনুপস্থিত ছিল কিংস ও উত্তর বারিধারা।

বাফুফের সূচি বদল এবং কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের টার্ফ খেলার উপযোগী নয়-এই দুটি কারণ দেখিয়ে আগেই ফেডারেশন কাপ না খেলার কথা বাফুফেকে চিঠি দিয়ে জানিয়েছিল কিংস।

একই কারণ দেখিয়ে উত্তর বারিধারাও খেলতে আসেনি। ক্লাবটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকেও নোটিশ পাঠিয়েছে বাফুফে।