কিংস সভাপতিকে বাফুফের নোটিশ
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Dec 2021 12:04 AM BdST Updated: 26 Dec 2021 12:04 AM BdST
-
ফাইনালে সাইফ স্পোর্টিংকে ১-০ গোলে হারিয়ে ফেডারেশন কাপের মুকুট ধরে রেখেছে বসুন্ধরা কিংস। ছবি: বাফুফে
বসুন্ধরা কিংস সভাপতি ইমরুল হাসানকে দুটি নোটিশ পাঠিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকার ইস্যুতে একটি এবং অন্যটি ফেডারেশন কাপের উদ্বোধনী ম্যাচে কিংসের খেলতে না আসা নিয়ে।
শনিবার বাফুফের পাঠানো চিঠিতে লেখা হয়েছে, ‘কোনো একটি বিশেষ ক্লাবকে সুবিধা দিতেই এ সব কিছু করা হয়েছে’ বলে আপনি যে মন্তব্য করেছেন, তা সত্য নয় এবং তা চলমান ‘বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপ ২০২১’ এর বাইলজের লঙ্ঘন।
ওই সাক্ষাৎকারের বিষয়ে ইমরুলের কাছে লিখিত জবাব চেয়েছে বাফুফে এবং বিষয়টি ডিসিপ্লিনারি কমিটির কাছে পাঠানো হবে বলেও জানিয়েছে ঘরোয়া ফুটবলের নিয়ন্তা সংস্থাটি।
কিংস সভাপতি ইমরুল বাফুফের সহ-সভাপতিও।
শনিবার ফেডারেশন কাপের উদ্বোধনী দিনে ম্যাচ ছিল দুটি। কোনোটিই শেষ পর্যন্ত মাঠে গড়ায়িন।
প্রথম ম্যাচে বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ ছিল স্বাধীনতা ক্রীড়া সংঘ। পরের ম্যাচে আবাহনী লিমিটেডের মুখোমুখি হওয়ার কথা ছিল উত্তর বারিধারার। স্বাধীনতা সংঘ ও আবাহনী মাঠে এলেও অনুপস্থিত ছিল কিংস ও উত্তর বারিধারা।
বাফুফের সূচি বদল এবং কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের টার্ফ খেলার উপযোগী নয়-এই দুটি কারণ দেখিয়ে আগেই ফেডারেশন কাপ না খেলার কথা বাফুফেকে চিঠি দিয়ে জানিয়েছিল কিংস।
একই কারণ দেখিয়ে উত্তর বারিধারাও খেলতে আসেনি। ক্লাবটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকেও নোটিশ পাঠিয়েছে বাফুফে।
-
টেনিসে নতুন রেকর্ড গড়লেন ইসনার
-
ইন্টারে যোগ দিয়ে ক্যামেরুনের গোলরক্ষক ওনানার ‘স্বপ্নপূরণ’
-
নতুন চুক্তি করে আরও সাফল্যের আশায় সালাহ
-
দর্শক উপস্থিতির নতুন রেকর্ড গড়তে যাচ্ছে উইমেন’স ইউরো
-
আমরা এখন ভবিষ্যতের পরিকল্পনা করতে পারি: মালদিনি
-
আর্মিনিয়ার গোলরক্ষক ওর্টেগাকে দলে টানল সিটি
-
অফসাইডের জটিলতা দূর করতে কাতার বিশ্বকাপে নতুন প্রযুক্তি
-
এভারটন থেকে টটেনহ্যামে রিশার্লিসন
সর্বাধিক পঠিত
- যা হচ্ছে, তার জন্য নূপুর শর্মা দায়ী: ভারতের সুপ্রিম কোর্ট
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- আবরার ফাহাদের ভাই বুয়েটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জবি ছাত্রলীগের কমিটি স্থগিত
- অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা
- হাসান মাহমুদ-নাঈমের দ্যুতিময় বোলিং
- পদ্মা সেতু হয়ে যাতায়াতকারী বাসের ভাড়া বাড়ল
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- হলি আর্টিজানের সেই রাত যেভাবে বদলে দেয় বাংলাদেশকে
- ‘লোকে শুধু কোহলির সেঞ্চুরি দেখে’