রিয়ালের চাওয়া সবসময় বড়: আনচেলত্তি

লা লিগার সবচেয়ে সফল দল তারা। চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা সংখ্যায়ও রিয়াল মাদ্রিদের ধারেকাছে নেই কেউ। দলটির কোচ কার্লো আনচেলত্তির মতে, উচ্চাকাঙ্ক্ষার কারণেই ইউরোপে এত সাফল্য অর্জন করেছে রিয়াল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Dec 2021, 04:54 PM
Updated : 6 Dec 2021, 04:54 PM

স্পেনের শীর্ষ লিগের শিরোপা রিয়াল জিতেছে রেকর্ড ৩৪ বার। ২৬ শিরোপা নিয়ে তালিকার দুই নম্বরে আছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে রিয়াল ১৩ বার, দ্বিতীয় স্থানে থাকা এসি মিলানের চেয়ে ৬টি বেশি।

চলতি মৌসুমে এরই মধ্যে ইউরোপ সেরা প্রতিযোগিতার নকআউট পর্বে খেলা নিশ্চিত করেছে রিয়াল। গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে মঙ্গলবার শেষ রাউন্ডে ইন্টার মিলানের মুখোমুখি হবে তারা। আগের দিন সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, রিয়ালের চাওয়াগুলো সবসময়ই বড়।

“চাহিদাগুলোই এই ক্লাবের ইতিহাস, যারা ইউরোপে সবচেয়ে বেশি শিরোপা জিতেছে। আর এসব সম্ভব হয়েছে চাহিদাগুলোর কারণেই।”

২০১৩-১৪ মৌসুমে আনচেলত্তির কোচিংয়েই চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল জিতেছিল নিজেদের দশম শিরোপা ‘লা দেসিমা’। পরে কোচ জিনেদিন জিদানের হাত ধরে দলটি প্রতিযোগিতাটির হ্যাটট্রিক শিরোপা ঘরে তোলে।

গত জুনে দ্বিতীয় মেয়াদে রিয়ালের কোচ হয়ে আসা আনচেলত্তি মনে করিয়ে দিলেন, এই ক্লাবে কোনো প্রাপ্তির আনন্দে বসে থাকার সুযোগ নেই।

“এখানে থাকলে এই বিষয়ে সচেতন থাকতে হবে। খুশি হয়ে বসে থাকলে চলবে না, এগিয়ে যেতে হবে। আমরা লা দেসিমা জিতে উদযাপন করেছিলাম। কিন্তু আমরা জানতাম, সামনে আরও পথ বাকি।”

ইন্টারের মাঠে ১-০ গোলে জিতে এবারের চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু করেছিল রিয়াল। মঙ্গলবার ফিরতি দেখায় ঘরের মাঠে ড্র করলেই গ্রুপ সেরা হবে তারা। তবে জয় ভিন্ন অন্য কিছু ভাবছেন না আনচেলত্তি।

“ইন্টার একটি ঐতিহ্যবাহী দল। তারা খুব ভালো খেলছে। আমরা গ্রুপ সেরা হওয়ার জন্য খেলব এবং ম্যাচটা আমাদের মাঠে। এই তিন পয়েন্ট গুরুত্বপূর্ণ।”

পাঁচ ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের শীর্ষে আছে রিয়াল। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে ইন্টার, ইতালিয়ান দলটিরও নকআউট পর্বে খেলা নিশ্চিত। বিদায় নিশ্চিত হয়ে গেছে শেরিফ তিরাসপুল (৬) ও শাখতার দোনেৎস্কের (১)।