এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি: বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ মালয়েশিয়া

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বারবার পিছিয়ে যাওয়া হকির এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি অবশেষে টার্ফে গড়াতে যাচ্ছে। স্বাগতিক হিসেবে এশিয়ান হকির শীর্ষ পাঁচ দলের বিপক্ষে খেলার অপেক্ষাও ফুরাতে যাচ্ছে বাংলাদেশের।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Nov 2021, 03:47 PM
Updated : 11 Nov 2021, 03:47 PM

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে আগামী ১৪ ডিসেম্বর শুরু হয়ে প্রতিযোগিতা শেষ হবে ২২ ডিসেম্বরে। এশিয়ান হকির র‌্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচ দল যথাক্রমে ভারত, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান ও পাকিস্তানের বিপক্ষে খেলবে র‌্যাঙ্কিংয়ে ৯ম স্থানে থাকা বাংলাদেশ।

প্রতিযোগিতার উদ্বোধনী দিনে র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ১৫ ডিসেম্বর ভারত, ১৬ ডিসেম্বর দক্ষিণ কোরিয়া ও ১৮ ডিসেম্বর জাপান ও ১৯ ডিসেম্বর পাকিস্তানের মুখোমুখি হবে দল।

রাউন্ড রবিন লিগ পদ্ধতির এ আসরে দক্ষিণ এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে ১৬ ডিসেম্বর।

২১ ডিসেম্বর হবে দুটি সেমি-ফাইনাল হবে। পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচও হবে একই দিনে। ২২ ডিসেম্বর হবে ফাইনাল।