অ্যাটাকিং ও ফিনিশিং নিয়ে কাজ শুরু লেমোসের

অস্কার ব্রুসনের কোচিংয়ে সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ চার ম্যাচে গোল পেয়েছে মাত্র ৩টি। দুটি দুই ডিফেন্ডার তপু বর্মন ও ইয়াসিন আরাফাতের। ফরোয়ার্ড হিসেবে একমাত্র গোল এসেছে সুমন রেজার পা থেকে। শ্রীলঙ্কায় চার জাতি টুর্নামেন্ট সামনে রেখে তাই দলের দুর্বলতার জায়গা আক্রমণ ও ফিনিশিং নিয়ে কাজ শুরু করেছেন জাতীয় ফুটবল দলের অন্তর্বর্তীকালীন কোচ মারিও লেমোস।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Oct 2021, 01:28 PM
Updated : 30 Oct 2021, 01:28 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার তৃতীয় দিনের অনুশীলন সেরেছে দল। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে উইঙ্গার মোহাম্মদ ইব্রাহিম জানান, সাফের ভুলগুলো শুধরে নেওয়ার কাজও শুরু করেছেন কোচ।

“অ্যাটাকিং ও ফিনিশিং নিয়ে কাজ হয়েছে আজ। মাঝমাঠ থেকে আমরা কিভাবে আক্রমণে উঠব, ফিনিশিং করব..সেটা নিয়ে কাজ হয়েছে। সাফে আমাদের যে ভুলগুলো হয়েছে, সেটা মারিও খুঁজে বের করেছে, ওগুলো নিয়ে কাজ করেছে। আরও কয়েকদিন সময় আছে, আমরা যেন ফিনিশিংয়ে আরও উন্নতি করতে পারি, সেজন্য আরও কাজ হবে।”

ফরোয়ার্ডরা প্রত্যাশিত গোল না পাওয়ায় হতাশা ঝরল রাকিব হোসেনের কণ্ঠেও।

চট্টগ্রাম আবাহনীর এই ফরোয়ার্ড নিজেদের গোল না পাওয়ার দায় কিছুটা দিলেন খেলার কৌশলের ওপর।

“জাতীয় দলে ম্যাচ যত বেশি খেলা হবে, খেলোয়াড়দের আত্মবিশ্বাস আরও বাড়বে। আমারও আত্মবিশ্বাস বেড়েছে। আসলে সবাই গোল করার জন্য চেষ্টা করে। ম্যাচেও চেষ্টা করে, অনুশীলনেও চেষ্টা করে। (সাফে গোল না পাওয়া নিয়ে) আসলে আমরা বেশিরভাই ডিফেন্সিভ ফুটবল খেলি। নিচ থেকে ওপরে উঠে এসে আমরা গোল করার চেষ্টা করি, এ কারণে মিস হয়ে যায়।”

অনুশীলনে অবশ্য খোশ মেজাজেই দেখা গেছে খেলোয়াড়দের। ইব্রাহিমও জানালেন, লেমোস চান সবাই যেন উপভোগ করে অনুশীলন।

“একেক কোচের কৌশল একেক রকম। জেমি ডের আমরা বন্ধুত্বপূর্ণ ছিলাম। অস্কার ব্রুসন খুব সিরিয়াস (ভাবগম্ভীর) ছিল। মারিও চায় আমরা যেন অনুশীলন উপভোগ করি। কারো মধ্যে কোনো গ্যাপ যেন না থাকে, মারিও সেটাই চায়।”

শ্রীলঙ্কার প্রাইম মিনিস্টার মাহিন্দা রাজাপাকসে ট্রফিতে আগামী ৮ নভেম্বর সিশেলসের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে দল। ১১ নভেম্বর মুখোমুখি হবে মালদ্বীপের। তিন দিন পর প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা।

২০২০ সালের বঙ্গবন্ধু গোল্ড কাপে খেলতে বাংলাদেশে এসেছিল সিশেলস। সেবার অবশ্য ভিন্ন গ্রুপের পড়ায় দেখা হয়নি। ইব্রাহিম জানালেন সিশেলসের বিপক্ষে ম্যাচ নিয়ে পরিকল্পনা শুরু হয়নি তাদের। আশাবাদ ব্যক্ত করলেন শ্রীলঙ্কায় ফাইনাল খেলারও।

“সিশেলসের বিপক্ষে আগে আমাদের কখনও খেলা হয়নি। শ্রীলঙ্কায় গিয়ে দেখব ওরা কেমন, এরপর ওদের বিপক্ষে ম্যাচ নিয়ে পরিকল্পনা করা হবে। সবকিছু মিলিয়ে আমরা আশা করছি শ্রীলঙ্কায় ভালো একটা ফল করব। দীর্ঘদিন ধরে আমরা খেলার মধ্যে ছিলাম। যেহেতু আমরা কিছুদিন আগে আমরা সাফ খেলেছি, সবার মধ্যে আত্মবিশ্বাস আছে আমরা শ্রীলঙ্কায় ফাইনাল খেলতে পারি।”