লিগ ওয়ানে দল কমছে

২০ দলের লড়াই থেকে সরে যাচ্ছে লিগ ওয়ান। আগামী ২০২৩-২৪ মৌসুম থেকে প্রতিযোগিতাটি ১৮ দলে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ফরাসি ফুটবল কর্তৃপক্ষ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Oct 2021, 04:17 PM
Updated : 13 Oct 2021, 04:17 PM

বুধবার বিকালে লিগ ওয়ানের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে আগামী মৌসুমের প্রাথমিক সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ৬ ও ৭ অগাস্ট মাঠে গড়াবে ফ্রান্সের শীর্ষ লিগের ২০২২-২৩ আসর এবং শেষ হবে ২০২৩ সালের ৪ জুন।

ওই বিবৃতিতে বলা হয়েছে, ওই আসরের নিচের চারটি দল লিগ-২ এ নেমে যাবে। আর লিগ-২ এর উপরের দুটি দল উঠে আসবে লিগ ওয়ানে।

আগামী বছর মাঠে গড়াবে কাতার বিশ্বকাপ; ২০২২ সালের ২১ নভেম্বর শুরু হয়ে সেটি শেষ হবে ১৮ ডিসেম্বর।

বৈশ্বিক আসরটির সূচি বিবেচনায় নিয়ে ওই সময়ের লিগ ওয়ানের ম্যাচ ডের তারিখও জানিয়েছে লিগ ওয়ান। বিশ্বকাপের আট দিন আগে হবে তাদের ১৫তম রাউন্ড। আর বিশ্বকাপ শেষের ১০ দিন পরই মাঠে ফিরবে প্রতিযোগিতাটি।